এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল নিয়ে পালাল দুর্বৃত্তরা
২০ ঘন্টা আগে শুক্রবার, জানুয়ারী ৯, ২০২৬
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার পাশাপাশি তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার যোগীতলা দক্ষিণপাড়া এলাকার বাইতুন নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ।ভুক্তভোগীর নাম হাবিব চৌধুরী। তিনি গাজীপুর মহানগর জাতীয় নাগরিক পার্টির একজন সদস্য। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার মোগড়খাল (৭১ গলি) এলাকায় বসবাস করছেন।এ ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট আলী নাছের খান বলেন, এটি পূর্বপরিকল্পিত হামলা। তার দাবি, জুলাইযোদ্ধা হাবিব চৌধুরীকে উদ্দেশ্য করেই গুলি ছোড়া হয়েছে এবং গুলি লক্ষ্যভ্রষ্ট না হলে প্রাণহানির আশঙ্কা ছিল। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারসহ নির্দেশদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।পুলিশ জানায়, হাবিব চৌধুরী তার ব্যবহৃত একটি মোটরসাইকেল বিক্রির জন্য একটি অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই সূত্র ধরে দুই অজ্ঞাত ব্যক্তি ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ করে সকালে মোগড়খাল এলাকায় আসে। তারা প্রায় এক ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণের পর মোটরসাইকেল পরীক্ষা চালানোর কথা বলে কাগজপত্র নেয়।ওসি হারুন অর রশীদ আরও জানান, একপর্যায়ে ওই দুই ব্যক্তি দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে হাবিব চৌধুরী তাদের পেছনে ধাওয়া করেন। তখন পেছনে থাকা একজন তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে গুলি তার শরীরে লাগেনি।ঘটনার পরপরই পুলিশ এলাকায় অভিযান শুরু করে। ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।