অনলাইন প্রেমের টানে কাঁটাতার অতিক্রম, বিএসএফের হাতে আটক তরুণী
৯ ঘন্টা আগে বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে অর্চনা সুরিন (২৭) নামে এক বাংলাদেশি তরুণীকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রায় এক ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক শেষে তাকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফ অর্চনা সুরিনকে আটক করে। পরে বিএসএফের আহ্বানে বিজিবি সীমান্ত পিলার ২৯৯/১ এস-এর কাছে ভারতের অভ্যন্তরে বসুলপুর শেখপাড়া এলাকায় (জিআর-৮২৫০৯৭, এমএস-৭৮ সি/১৪) পতাকা বৈঠকে অংশ নেয়।
বৈঠকে অর্চনা সুরিনের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে তিনি বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়ায় বিএসএফ তাকে বিজিবির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিজিবি তাকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
জিজ্ঞাসাবাদে অর্চনা সুরিন জানান, তিনি দীর্ঘদিন ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ভারতীয় নাগরিক দিপংকরের সঙ্গে তার পরিচয় হয় এবং একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাস পেয়ে ভারতীয় নাগরিক রানার সহায়তায় গত ১২ ডিসেম্বর তিনি শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং দিপংকরের বাড়িতে ওঠেন।
তবে দিপংকরের পরিবারের সদস্যরা এ বিয়েতে সম্মতি না দেওয়ায় গত ১৪ ডিসেম্বর পতিরাম থানা পুলিশ অর্চনা সুরিনকে আটক করে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, অর্চনা সুরিনকে গ্রহণের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।