মুনাফা বেড়েছে রিপাবলিক ইন্স্যুরেন্সের, কমেছে মার্কেন্টাইলের

Bartoman Protidin

২৭ দিন আগে সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪


#

নতুন বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে ১৩ মার্চ ২০২৩) মুনাফা বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের। একই সময়ে মুনাফা কমেছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেডের। কোম্পানি দুটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের এই চিত্র উঠে এসেছে।

মঙ্গলবার (১৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ইপিএস হয়েছিল ৫৫ পয়সা।

অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে শেয়ার প্রতি মুনাফা বেড়েছে ৪ পয়সা করে।

তাতে গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬৪ পয়সা।

অপরদিকে একই সময়ে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় বা মুনাফা (ইপিএস) হয়েছে ৫৬ পয়সা। যা গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭৫ পয়সা।

অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে জানুয়ারি থেকে মার্চ মাসে মুনাফা কমেছে ১৯ পয়সা।

মুনাফা কমায় কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৩৬ পয়সা।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied