৫ তলা ভবন হেলে পড়ায় আতঙ্কে বাসা ছাড়ছেন ভাড়াটিয়ারা
৭ ঘন্টা আগে রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
ময়মনসিংহ নগরীর নহরীর গুলকীবাড়ি এলাকায় বিশতলা ভবনের পাইলিং কাজের সময় পাশের পাঁচতলা একটি ভবন হেলে পড়েছে। ঘটনার কারণে আতঙ্কিত হয়ে বাসার মালিক ও ভাড়াটিয়ারা নিজেদের ঘর ত্যাগ করেছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড বিশতলা ভবনের নির্মাণ কাজ পরিচালনা করছিল। পাইলিং করার সময় পাশের পাঁচতলা ভবনের সামনের ও পাশের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। পরিস্থিতি দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন। প্রশাসনের নির্দেশে ডেভেলপারকে হেলে পড়া ভবনকে সমর্থন দিতে মাটি ভরাটের ব্যবস্থা করতে বলা হয়েছে।
ভাড়াটিয়া শিলা রানী জানান, “হঠাৎ ভবনটি হেলে পড়ায় আতঙ্কে আমরা বাসা ত্যাগ করেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরে আসব।”
বাসার মালিকের ভাই রফিকুল ইসলাম লিটন বলেন, “কয়েক মাস ধরে ডেভেলপার কোম্পানি সঠিক পরিকল্পনা ছাড়া কাজ করছে। এ কারণে আমাদের পাঁচতলা ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনটির সামনে ও পাশে ফাটল দেখা দিয়েছে, ফলে যে কোনো সময় পুরো ভবন হেলে পড়ার সম্ভাবনা রয়েছে।”
কোতোয়ালি মডেল থানার এএসআই লাল মিয়া জানিয়েছেন, “বিশতলা ভবনের পাইলিং কাজেরকারণে পাশের পাঁচতলা ভবনটি হেলে পড়েছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে।”
ডেভেলপার প্রাইভেট লিমিটেডের প্রকৌশলী আবু সাঈদ জানান, “পাইলিং কাজের কারণে ভবন হেলে পড়েনি। এটি অন্য কোনো কারণে ঘটেছে। তবুও প্রশাসনের নির্দেশে ভবনকে সমর্থন দেওয়ার জন্য মাটি ভরাটের ব্যবস্থা করা হচ্ছে।”