সড়ক অবরোধ করে ডাকাতির চেষ্টা, ৪ জন আটক
৭ ঘন্টা আগে বুধবার, ডিসেম্বর ১০, ২০২৫
সিরাজগঞ্জ, ১০ ডিসেম্বর, বুধবার: সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানাধীন এলাকায় দূরপাল্লার একটি বাসে ডাকাতি চেষ্টাকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাহেবগঞ্জ বাজারসংলগ্ন ফাঁকা এলাকায়।
গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ধলটেংগর গ্রামের ট্রাকচালক নাজমুল হোসেন (৩০), তার সহকারী সোলাইমান হোসেন (২৫) এবং ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামের আমিনুর ইসলাম (২৪)। জরুরি কলে পুলিশের দ্রুত সাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে নিয়মিত টহল চলাকালীন সময়ে জরুরি সেবা '৯৯৯'-এর মাধ্যমে ডাকাতির চেষ্টার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ দল পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত তাদের ট্রাকে করে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে নিউ মায়ের আঁচল হোটেলের সামনে থেকে তিনজনকে আটক করতে সক্ষম হয় এবং ট্রাকটি জব্দ করে। তবে, ট্রাকে থাকা তাদের সহযোগী আরও ৮ থেকে ১০ জন ডাকাত রাতের অন্ধকারে পালিয়ে যায় বলে জানান ওসি ইসমাইল হোসেন। বিচারকের বাসে ডাকাতির চেষ্টা ওসি ইসমাইল হোসেন আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফতেহ আলী নামক একটি বাসে এই ডাকাতির চেষ্টা করা হয়েছিল। ওই বাসের যাত্রী কুমিল্লা স্পেশাল জেলা ও দায়রা জজ মো. মোহাসিনুল হক পুলিশের কাছে অভিযোগ করেন, ঘটনাস্থলে পৌঁছামাত্র ডাকাতরা ট্রাক দিয়ে মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে বাসে ডাকাতির চেষ্টা শুরু করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং পলাতক ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।