সার সংকটের জেরে কৃষি কর্মকর্তার ওপর হামলা

Bortoman Protidin

৫১ মিনিট আগে বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫


#

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সার সংকটকে কেন্দ্র করে কৃষকদের ক্ষোভের মুখে মারধরের শিকার হয়েছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন। এতে তার একটি দাঁত ভেঙে যায় বলে জানা গেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উমরাডাঙ্গী বাজার এলাকায়।

স্থানীয়দের বর্ণনা অনুযায়ী, উমরাডাঙ্গী বাজারে মল্লিক ট্রেডার্সের পক্ষ থেকে প্রতিনিধি মোজাম্মেল হোসেন কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন। এ সময় অভিযোগ ওঠে—তিনটি ভ্যানে করে পাঁচ ব্যক্তি এসে একজন কৃষকের নামে ৩৩ বস্তা সার নেওয়ার চেষ্টা করেন। এতে লাইনে অপেক্ষমাণ কৃষকদের মধ্যে ক্ষোভ প্রকাশ পায় এবং মুহূর্তেই পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে। বিশৃঙ্খলা বাড়তে থাকলে দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন এলাকা ছাড়ার চেষ্টা করেন।ঘটনা জানাজানি হলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন সেখানে উপস্থিত হয়ে কৃষকদের শান্ত করতে উদ্যোগ নেন এবং দ্রুত উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে আসার জন্য অনুরোধ জানান। পরে উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, আকতার হোসেনসহ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত কৃষকরা আকতার হোসেনের ওপর চড়াও হয়ে তাকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।মল্লিক ট্রেডার্সের মালিক বা প্রতিনিধিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মন্তব্য পাওয়া যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম জানান, “আকতার হোসেনের অবস্থা ভালো নয়। মাথায় আঘাত পেয়েছেন, দাঁতও ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুরে নেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর তার বক্তব্য অনুযায়ী প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধান উপদেষ্টার সঙ্গে সচিবদের বৈঠকে যেসব নির্দেশনা এলো

#

দেশে কমে গেলো সোনার দাম

#

বিএমএ 'হল অব ফেইম' এ অন্তর্ভুক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

#

দুধ দিয়ে গোসলের পর ১৪ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘোষণা

#

জাতিসংঘে ড. ইউনূসের অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে: প্রেস সচিব

#

শিক্ষা উপদেষ্টা হচ্ছেন সি আর আবরার

#

খালেদা জিয়ার দেশে ফেরার দিন পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি

#

"কুমিল্লা কারাগার নির্মাণে শতবর্ষী পুকুর ভরাট: আইন লঙ্ঘনে আওয়ামী লীগের সাবেক এমপি জাহের!"

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

#

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

Link copied