সরকারি কর্মকর্তাদের ৫ বছরের বেশি চাকরি করা উচিত না : প্রধান উপদেষ্টা
১ ঘন্টা আগে বুধবার, জানুয়ারী ২৮, ২০২৬
সরকারি
কর্মকর্তাদের পাঁচ বছরের বেশি সময় সরকারি চাকরিতে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার মতে, দীর্ঘদিন একই চাকরিতে থাকলে কর্মকর্তাদের
মানসিকতা স্থবির হয়ে পড়ে এবং সৃজনশীলতা কমে যায়।
আজ
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত
‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’-এর
উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর
ওয়েবসাইট ও লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
তিনি
বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে প্রতি দশ বছর অন্তর নতুনভাবে গড়ে তোলা প্রয়োজন। কারণ সময়ের
সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানের লক্ষ্য পরিবর্তিত হলেও সেখানে কর্মরত ব্যক্তিরা পুরোনো চিন্তা
ও ধারণা নিয়ে কাজ করে যান।
প্রধান
উপদেষ্টা সবাইকে চাকরিমুখী না হয়ে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সবার জন্য
চাকরি নিশ্চিত করার ধারণা ভুল এবং এটি দাসপ্রথার মতো। উদ্যোক্তা তৈরিতে সরকারকে সহায়ক
ভূমিকা পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
জুলাই
আন্দোলনকারীরাই ভবিষ্যতে বিশ্ব নেতৃত্ব দেবে—এমন আশাবাদ ব্যক্ত করে ড. মুহাম্মদ
ইউনূস বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার সূচনা করেছে, তেমনি
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো তথ্যপ্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার
বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
আইসিটি
বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ
হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং বাংলাদেশ
কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা প্রদর্শনীর
বিভিন্ন স্টল পরিদর্শন করেন।