রোগীদের মোবাইল চুরির সময় ঢামেকে চার নারী আটক

Bortoman Protidin

১৮ দিন আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১, ২০২৬


#

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বহির্বিভাগ থেকে মোবাইল চুরির সময় চার নারীকে আটক করেছেন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যরা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) উজ্জ্বল ব্যাপারী এ  তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কিংবা তাদের স্বজনদের কাছ থেকে কৌশলে মোবাইল চুরি করে থাকেন আটক চার নারী। আজ মোবাইল চুরি করার সময় তাদের হাতেনাতে ধরা হয়।

বিষয়টি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হককে জানানো হয়েছে। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়াও বিষয়টি সম্পর্কে অবগত বলে জানান পিসি উজ্জ্বল।  

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied