মিয়ানমারে পাচারের পথে ২ ট্রলার সিমেন্ট জব্দ, আটক ২৩
২ ঘন্টা আগে বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
সাগরপথে মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে অভিযান চালিয়ে দুটি ট্রলারসহ ২৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় ট্রলার দুটি থেকে ১ হাজার ৭৫০ বস্তা সিমেন্ট ও ৩২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে নৌবাহিনীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমারে সিমেন্ট পাচারের উদ্দেশ্যে একটি চক্র সাগরপথ ব্যবহার করছে—এমন তথ্য পেয়ে নৌবাহিনী অভিযান চালায়।
বঙ্গোপসাগরে টহলরত নৌবাহিনীর জাহাজ শহীদ মহিবুল্লাহ কুতুবদিয়া বাতিঘর থেকে প্রায় ৪৬ নটিক্যাল মাইল দূরে দুটি সন্দেহজনক কাঠের ট্রলার শনাক্ত করে। থামার সংকেত দিলে ট্রলার দুটি পালানোর চেষ্টা করে।
পরে ধাওয়া চালিয়ে নৌবাহিনী ‘এফবি আজিজুল হক’ ও ‘এফবি রুনা আক্তার’ নামের ট্রলার দুটি আটক করে। তল্লাশি চালিয়ে ট্রলারগুলো থেকে বাংলাদেশি ডায়মন্ড সিমেন্টের ১ হাজার ৭৫০ বস্তা উদ্ধার করা হয়। একই সঙ্গে পাচারচক্রের ২৩ সদস্যকে আটক করা হয়।
আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, অধিক মুনাফার আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। জব্দ করা মালামালসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।