নিউ মার্কেটে ভিড় বাড়লেও বিক্রি বাড়েনি,ক্রেতারা এবার হিসাবি

Bortoman Protidin

১২ ঘন্টা আগে রবিবার, ডিসেম্বর ২৮, ২০২৫


#

কদিন পরই ঈদুল ফিতর। ঈদ সামনে রেখে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে।তবে বিক্রি নিয়ে হতাশ দোকানিরা। আবার ক্রেতারা হতাশ পণ্যের নতুনত্ব ও বৈচিত্র্যের অভাব নিয়ে।  

ঈদ ঘিরে বাহারি পোশাকের পসরা সাজিয়েছেন দোকানিরা। নানা ডিজাইনের পোশাক শোভা পাচ্ছে দোকানগুলোতে। বিক্রেতারা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় ভিড় বেড়েছে। তবে বিক্রি এখনো সেভাবে জমে ওঠেনি।  তারা বলছেন, রমজানের দ্বিতীয়ার্ধে ঈদের বেচাকেনা বাড়লেও তা আশানুরূপ নয়। চাকরিজীবীরা বেতন-বোনাস পেলে বিক্রি বাড়বে বলে প্রত্যাশা তাদের।

দেখা গেছে, বিভিন্ন ডিজাইনের থ্রি-পিস, লেহেঙ্গা, শাড়ি, জুতা, কসমেটিকস, বেল্ট, প্যান্ট, পাঞ্জাবি, পায়জামা, ব্যাগ, শিশুদের পোশাক, খেলনা কিনতে ভিড় করেন ক্রেতারা।  বিপণিবিতানগুলোর পাশাপাশি ফুটপাতেও বিক্রি হয় নানা পোশাক, জুতা, কসমেটিকস। সেখান থেকেও কিনছেন অনেকে। বিক্রেতারা সুরে সুরে হাঁকিয়ে ক্রেতার নজর কাড়ার চেষ্টা করেন।

অন্যদিকে ক্রেতারা বলছেন, আগের চেয়ে পোশাকের দাম তেমন না বাড়লেও নিত্যপণ্যসহ সবকিছুর বাজার চড়া। এ কারণে একটু হিসাব করে কিনছেন তারা। তা ছাড়া দোকানিরা নির্দিষ্ট দামের কম রাখছেন না।রাজধানীর নিউ মার্কেট, গাউছিয়া, নুরজাহান শপিং কমপ্লেক্স, চাঁদনী চক সুপার মার্কেট, আজিজ সুপার মার্কেট ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব জানা গেছে।

নিউ মার্কেটে কথা হয় হাবিব নামে একজনের সঙ্গে। তিনি শিশুকন্যা আনিকার জন্য পোশাক কিনতে আসেন। পরিবারের বাকিদের জন্যও পছন্দ হলে নেওয়ার কথা জানান। তিনি বলেন, দাম খুব বেশি– এমনটা বলা যাবে না, তবে অন্যবারের তুলনায় বেশি।

মার্কেটগুলোতে নারী ক্রেতার আধিক্য চোখে পড়ে। বেশি ভিড় দেখা যায় শাড়ি, থ্রি-পিসসহ বিভিন্ন পোশাক, জুতা ও প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে।চাঁদনী চকে ফেরদৌস শাড়ি’জের স্বত্বাধিকারী শাহ আলম বলেন, মানভেদে শাড়ির দাম বিভিন্ন রকম। ৫০০ থেকে ১০ হাজার টাকা দামের শাড়ি আছে আমাদের কাছে। বাজার এখনো জমেনি। ২০ রোজার পর জমবে।  আরকে ফ্যাশনের ব্যবস্থাপক শাহজাহান মিয়া বলেন, ১০ রোজার পর থেকে ভিড় বাড়তে শুরু করেছে। তবে বিক্রি ততটা বাড়েনি। ঈদকে কেন্দ্র করে বেশি বিক্রির আশা থাকে। এ জন্য দোকানে অতিরিক্ত বিক্রয়কর্মীও রাখা হয়। আগামী দিনগুলোতে বিক্রি ভালো হতে পারে।সায়েন্স ল্যাবরেটরি থেকে নীলক্ষেত মোড়সহ আশপাশের এলাকা ঘুরে ভিড় দেখা যায়। ফুটপাতে হাঁটার জায়গা না থাকায় মূল সড়ক ধরেই হাঁটেন অনেকে।

নূরজাহান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ছেলেদের শার্ট-প্যান্টের দোকান বেশি। দুই বন্ধুকে নিয়ে শপিং করতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাজ্জাদুর রহমান জানান, তিনি পাঞ্জাবি, পায়জামা ও জিনস প্যান্ট কিনবেন।

 নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানান, মানুষজন অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে এখানে কেনাকাটা করতে পারছেন। সাধারণ মানুষের সুবিধার জন্য সব ধরনের ব্যবস্থা তারা নিয়েছেন। সার্বক্ষণিক মার্কেট দেখভাল করা হচ্ছে। তবে মাসের মাঝামাঝি সময় হওয়ার কারণে এখনো অনেকে কেনাকাটা শুরু করেননি। মাস শেষে বেতন পাওয়ার পর ক্রেতা বাড়বে বলে মনে করেন তিনি।  


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

যান্ত্রিক ত্রুটির কারণে ২৬ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

#

বুধবার মাঠে নামছে সশস্ত্র বাহিনী

#

দুর্নীতি -মাদকে জড়িত পুলিশ সদস্যকে ছাড় নয়: আইজিপি

#

নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়াকার-উজ-জামান

#

তিস্তা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে সরকার: উপদেষ্টা আসিফ মাহমুদ

#

শরিফ ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধুরী

#

চট্টগ্রামের মীরসরাইয়ে লরিচাপায় ৩ জন নিহত ও ১ জন আহত

#

পাইলট-কেবিন ক্রুদের রোজা না রাখার পরামর্শ পাকিস্তানে

#

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন নবীন উদ্যোক্তারা

#

আগামী বছর সরকারি ছুটি ২৬ দিন, এর মধ্যে ৯ দিনই সাপ্তাহিক ছুটি

সর্বশেষ

#

চট্টগ্রামের ২ আসনে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন চূড়ান্ত

#

ভোটাধিকার প্রয়োগে বাধা থাকবে না—সরকারের লক্ষ্য: পররাষ্ট্র উপদেষ্টা

#

এনসিপি নেতাকে গুলিবর্ষণকারী ডিকে শামীম গ্রেপ্তার

#

নির্বাচন বানচালের চেষ্টাকারীদের প্রতিহত করা হবে : শিল্প উপদেষ্টা

#

প্রবাসী ভোটারের নিবন্ধন সংখ্যা প্রায় ৮ লাখ

#

কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র গ্রহণ করলেন আসিফ মাহমুদ

#

তারেক রহমানের ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন

#

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

#

ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান

#

সূর্যাস্তের আগে যেতে না পারায় স্মৃতিসৌধে তারেকের পক্ষে নেতাদের শ্রদ্ধা নিবেদন

Link copied