নারায়ণগঞ্জে এক হাজার পিস ইয়াবাসহ ২ নারী মাদক ব্যবসায়ী আটক
২০ ঘন্টা আগে শুক্রবার, জানুয়ারী ৯, ২০২৬
সোনারগাঁয়ে বাসে তল্লাশি: এক হাজার ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে সোনারগাঁ থানাধীন আষারিয়ারচর এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী শাহজাদপুর ট্রাভেলসের একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই নারী হলেন—কল্পনা আক্তার (২৩) ও মরিয়ম আক্তার ফারজানা (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, বাসটির সি-৩ ও সি-৪ নম্বর আসনে বসা দুই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের দেহ তল্লাশি করে। এ সময় তাদের হেফাজত থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বৃহস্পতিবারই আদালতে পাঠানো হয়েছে।