ট্রাকের ধাক্কায় অটোরিকশা পড়লো খাদে, প্রাণ গেল ২ জনের
১ ঘন্টা আগে মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টেকনাফের হ্নীলা আলী খালী রাস্তার মাথা এলাকায় হাইওয়ে সড়কে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেন হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার।দুর্ঘটনায় নিহত হয়েছেন হ্নীলা মৌলভী বাজার পূর্ব পাড়ার মো. সেলিমের ছেলে অটোরিকশাচালক মো. ফারুক এবং টেকনাফ নাজির পাড়ার ছৈয়দ নুরের ছেলে যাত্রী ইমান হোসেন।স্থানীয়দের বরাত দিয়ে ওসি নুরুল আবছার জানান, হ্নীলা থেকে টেকনাফের দিকে যাচ্ছিল একটি সিএনজি অটোরিকশা। একই সময় কক্সবাজারগামী মাছ বোঝাই একটি মিনিট্রাক বিপরীত দিক থেকে আসছিল। দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।