জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৪
৩২ মিনিট আগে সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্টকটন শহরে এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে গুলি চালার ঘটনায় চারজন নিহত এবং দশজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় স্টকটনের একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে, জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, লুসিল অ্যাভিনিউর ১৯০০ ব্লকে সন্ধ্যা ৬টার আগে হামলাটি সংঘটিত হয়। পুলিশের ধারণা, এটি পূর্বপরিকল্পিত এবং হত্যার উদ্দেশ্যে করা হয়েছে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি এবং তদন্ত চলছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। স্টকটনের ভাইস মেয়র জেসন লি ফেসবুক পোস্টে জানান, “এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানে গুলি চালানো হয়েছে। ঠিক কী ঘটেছে তা বোঝার জন্য আমি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছি।”
হতাহতদের মধ্যে পূর্ণবয়স্কদের পাশাপাশি শিশুরাও রয়েছেন। বেশির ভাগ আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের জরুরি চিকিৎসা চলছে।
স্থানীয় শেরিফ অফিস জানিয়েছে, প্রথমে তারা ১৪ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পায়; তাদের মধ্যে চারজনকে মৃত ঘোষণা করা হয়েছে। নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। পুলিশ হামলাকারীর সনাক্তকরণ এবং গ্রেফতারের জন্য কাজ করছে।
এ ধরনের সহিংস ঘটনা মার্কিন শহরগুলিতে সাধারণ হওয়ায় জনসাধারণের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং কমিউনিটি নেতারা এই ধরনের সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করার জন্য মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।