ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু

Bortoman Protidin

২ ঘন্টা আগে মঙ্গলবার, ডিসেম্বর ২৩, ২০২৫


#

রাজধানীর কামরাঙ্গীরচরে ‘সিনিয়র–জুনিয়র’ দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত রোমান (১৫) নামে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম সাগরকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ ডিসেম্বর) কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব রসুলপুরের ৭ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। রোমান তার বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় সাইফুল ইসলাম সাগর এসে তাকে ‘সিনিয়র মান্য না করা’ এবং অন্য গলিতে আড্ডা দেওয়ার বিষয় নিয়ে প্রশ্ন তোলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সাগর উত্তেজিত হয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে রোমানের পেটে একাধিকবার, ডান বাহু ও বাম কবজিসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় রোমান দুই হাত দিয়ে পেট চেপে ধরলে সাগর তার পিঠে ছুরি ঢুকিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পরিবারের অভিযোগ। পরে স্বজনরা তাকে প্রথমে কামরাঙ্গীরচর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তার পিঠ থেকে ছুরিটি বের করা হয়।

ওসি গোলাম ফারুক জানান, ২০ ডিসেম্বর রাতে রোমানের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে নেওয়ার পরামর্শ দেন। পরে তাকে মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত রোমানের বাবা জালাল ফকির বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত সাইফুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত সাগর কামরাঙ্গীরচরের সান লাইট কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র এবং তার বাবা পেশায় রিকশাচালক।

ওসি আরও জানান, শিক্ষার্থীর মৃত্যু হওয়ায় পূর্বের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের বৈঠক, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা

#

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর কথা বললেন উপদেষ্টা নাহিদ

#

সারাদেশে যানজট নিরসনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

কুমিল্লা নগরীতে ইয়াবা ও নগদ টাকা জব্দ, দুই মাদক কারবারী পলাতক

#

কুমিল্লার গ্রামের বাড়িতে বিয়ে করলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

#

কেরু চিনিকলে সংঘর্ষে আহত ৭ শ্রমিক, দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

#

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা মৃত্যু ৩৩৬, নিখোঁজের সংখ্যা ২৭৯

#

পবিত্র লাইলাতুল কদর,হতে পারে শেষ দশকের যেকোন এক বিজোড় রাত

#

মাগুরার সেই শিশুটিকে ধর্ষণ-হত্যার বিচার আগামী ৭ দিনের মধ্যে শুরু: আইন উপদেষ্টা

#

চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করতে সহযোগিতা করবে সরকার : উপদেষ্টা নাহিদ ইসলাম

Link copied