চকবাজারে ভবনে আগুন: ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটে পরিস্থিতি স্থিতিশীল
১৪ মিনিট আগে সোমবার, ডিসেম্বর ১, ২০২৫
রাজধানীর চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি মহল্লার একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি জানান, বিকেল ৪টা ৪২ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিসকে জানানো হয়। এরপর মাত্র ছয় মিনিটের ব্যবধানে, ৪টা ৪৮ মিনিটে প্রথম ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তী সময়ে আরও ছয়টি ইউনিট এসে তৎপরতায় যোগ দেয়।
এখনও আগুন কীভাবে লেগেছে বা কতটুকু ক্ষতি হয়েছে তা জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।