বিটিআরসির আইএমইআই যাচাই সেবা বন্ধ থাকবে ৪ দিন
২৬ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে,শুক্রবার (২২ ডিসেম্বর) থেকে আগামী সোমবার (২৫ ডিসেম্বর) পর্যন্ত এনএআইডি সিস্টেম স্থানান্তরের জন্য আইএমইআই যাচাই সেবা বন্ধ রাখা হবে।
মূলত আইএমইআই যাচাই (মোবাইল ফোন হ্যান্ডসেটের বৈধতা) সংক্রান্ত সেবা এ ৪ দিন বন্ধ থাকবে।
বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে, এনএআইডি কার্যক্রম বিটিআরসির নবনির্মিত ভবনে স্থানান্তর করা হবে। তার ফলে ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে ২৫ ডিসেম্বর (সোমবার) পর্যন্ত হ্যান্ডসেটের বৈধতা যাচাইকরণ সংক্রান্ত সেবা সাময়িকভাবে স্থগিত থাকবে।