কুমিল্লায় ৭ কেজি গাঁজাসহ নারী আটক

Bortoman Protidin

১১ দিন আগে সোমবার, জানুয়ারী ২০, ২০২৫


#

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৭ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা।

বুধবার (১২ জুন) বুড়িচং থানাধীন কোরপাই ফয়েজউদ্দিন নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান এর নেতৃত্বে ডিএনসি- কুমিল্লা গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে হনুফা আক্তার নামের এক নারীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলো- বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানাধীন বারইখালী এলাকার মোশাররফ খা এর মেয়ে হনুফা আক্তার (২৭)।

আসামীদের বিরুদ্ধে সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied