কুমিল্লায় মাদক বিনষ্টকরণ চুল্লি ও প্রসিকিউশন শাখার উদ্বোধন

Bortoman Protidin

১৩ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০২৪


#

জেলা প্রশাসন, কুমিল্লার সার্বিক সহায়তায়, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুমিল্লার নির্দেশনায় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার উদ্যোগে বিজ্ঞ আদালত কর্তৃক আদেশকৃত মাদকদ্রব্য বিনষ্টের লক্ষ্যে স্থাপিত মাদকদ্রব্য বিনষ্টকরণ চুল্লির শুভ উদ্বোধন করা হয়।


মঙ্গলবার আয়োজিত উক্ত অনুষ্ঠানে জনাব খন্দকার মু: মুশফিকুর রহমান, জেলা প্রশাসক কুমিল্লা, জনাব সাউদ হাসান (সিজেএ), বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কুমিল্লা, জনাব আব্দুল মান্নান বিপিএম(বার), পুলিশ সুপার, কুমিল্লা, জনাব জাহিদ হোসেন মোল্লা, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম, চৌধুরী ইমরুল হাসান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা উপস্থিত থেকে চুল্লির শুভ উদ্বোধন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সকল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পাবলিক প্রসিকিউটর, অফিসার ইনচার্জ, কোতয়ালী, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ।

এছাড়াও মাদক মামলা সুষ্টুভাবে পরিচালনা করার জন্য চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে স্থাপিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার প্রসিকিউশন শাখার শুভ উদ্বোধন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  জনাব সাউদ হাসান(সিজেএ), কুমিল্লা, জনাব মোঃ জাহিদ হোসেন মোল্লা, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম, জনাব চৌধুরী ইমরুল হাসান, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা ও বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয়গণ।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied