কাজে না গিয়ে ঘুম: বাবার কোদালের আঘাতে ছেলের মৃত্যু
১ ঘন্টা আগে বৃহস্পতিবার, জানুয়ারী ২২, ২০২৬
যশোরের চৌগাছায় জমিতে কাজ করতে যেতে অস্বীকৃতি জানানোর ঘটনাকে কেন্দ্র করে বাবার হাতে কোদালের আঘাতে তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা রবিউল ইসলাম (৫৭) পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের চাচা আসাদুল ইসলাম বাদী হয়ে চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনাটি ঘটে চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গত ২০ জানুয়ারি রাতে তরিকুল বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার বাবা তাকে বোরো ধানের ক্ষেতে কাজ করতে যেতে বলেন। ছেলে কাজে যেতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে রবিউল ইসলাম কোদাল দিয়ে তাকে আঘাত করেন। এতে তরিকুল গুরুতর আহত হন।
পরবর্তীতে তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের চাচা আসাদুল ইসলাম জানান, তরিকুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন জমিতে কাজ করতে না যাওয়াকে কেন্দ্র করেই এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয় বলে তিনি জানান।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তি বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।