এক ইউনিয়নে ১ সপ্তাহের ব্যবধানে মিললো ৬ অজগর, আতঙ্কে এলাকাবাসী

Bortoman Protidin

১৫ দিন আগে মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬


#

সিলেটের শ্রীমঙ্গল এলাকায় সম্প্রতি হাওর, ধানক্ষেত ও বাগানসংলগ্ন কৃষিজমি থেকে বেশ কিছু অজগর সাপ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মতে, ফসল ও মাছ রক্ষার জন্য পাতা জালেই বেশিরভাগ অজগর আটকা পড়ছে। সর্বশেষ নওয়াগাঁও এবং হাইল হাওরের ভূবন বেরি অঞ্চল থেকে দুটি বড় অজগর উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী ফাউন্ডেশনের সদস্যরা।

জেলেরা মাছ ধরার জাল তুলতে গিয়ে একটি অজগর দেখে আতঙ্কিত হয়ে ফাউন্ডেশনে খবর দিলে সংগঠনের পরিচালক স্বপন দেব সজলের নেতৃত্বে দল গিয়ে সাপগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত অজগরের কিছুটির দৈর্ঘ্য ছিল প্রায় ১২ ফুট এবং ওজন প্রায় ২৫ কেজি। সব সাপই পরে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের ধারণা, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও আশপাশের পাহাড়ই অজগরের মূল আবাসস্থল হলেও খাদ্যাভাব ও পরিবেশগত চাপে সাপগুলো লোকালয়ে চলে আসছে। গত এক সপ্তাহে এলাকাটি থেকে মোট ৬টি অজগর উদ্ধার হয়েছে। স্থানীয়দের আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ বন্যপ্রাণী ফাউন্ডেশনের পক্ষ থেকেও জানানো হয়েছে, বনভূমি কমে যাওয়া এবং আবাস সংকোচনের কারণেই অজগর মানুষের বসত এলাকায় প্রবেশ করছে ও জালে আটকা পড়ছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied