ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২০০০ : রয়টার্স

Bortoman Protidin

২ ঘন্টা আগে মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬


#

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা সদস্যসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে বলে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করা হয়।

টানা দুই সপ্তাহ ধরে দেশজুড়ে অস্থিরতা ও কঠোর দমন-পীড়নের পর এটি ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহতদের সংখ্যা প্রকাশের প্রথম বড় স্বীকারোক্তি। ওই কর্মকর্তা বিক্ষোভকারীদের একটি অংশকে “সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে দাবি করেছেন, তারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য উভয়ের মৃত্যুর জন্য দায়ী। তবে নিহতদের মধ্যে কতজন বিক্ষোভকারী এবং কতজন নিরাপত্তা সদস্য তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।

ইরানের তীব্র অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভকে চলতি সময়ে সরকারের সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এর সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ বৃদ্ধির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

রয়টার্স জানায়, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ইরানের ধর্মীয় নেতৃত্ব বিক্ষোভ মোকাবিলায় দ্বিমুখী কৌশল গ্রহণ করেছে। একদিকে তারা অর্থনৈতিক সমস্যার কারণে শান্তিপূর্ণ প্রতিবাদকে বৈধ বলে স্বীকার করছে, অন্যদিকে কঠোর নিরাপত্তা অভিযান চালিয়ে আন্দোলন দমন করছে। ইরান সরকার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন উসকে দেওয়ার অভিযোগও তুলেছে।

একটি মানবাধিকার সংস্থা পূর্বে জানিয়েছিল, বিক্ষোভে কয়েকশ মানুষ নিহত এবং হাজারো মানুষ গ্রেপ্তার হয়েছে। তবে সরকারি স্বীকারোক্তিতে এবার তার চেয়ে অনেক বেশি মৃত্যুর ইঙ্গিত পাওয়া গেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied