মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০
১৪ দিন আগে রবিবার, অক্টোবর ১৩, ২০২৪
মাদক
পাচারকালে মো. শাহ আলম (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
আজ দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে শাহ আলমের জুতার মধ্যে বিশেষ কায়দায় রাখা ১ হাজার ৮৬১টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৫৮ হাজার ৩০০ টাকা।
গ্রেপ্তারকৃত শাহ আলম একজন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেপ্তার শাহ আলমের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং তাকে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।