RAISE প্রকল্পের ২০২৩-২০২৪ অর্থ বছরের ২দিন ব্যাপী 'মাস্টার ক্রাফটপার্সনস ওরিয়েন্টেশন'

Bortoman Protidin

৮ ঘন্টা আগে বুধবার, ফেব্রুয়ারী ২১, ২০২৪


#

সাইদ জুবায়ের রাসেল, দাউদকান্দি, কুমিল্লা:

PKSF এবং World Bank এর অর্থায়নে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) কর্তৃক বাস্তবায়িত, RAISE প্রকল্পের ২০২৩-২০২৪ অর্থ বছরের ২দিন ব্যাপী 'মাস্টার ক্রাফটপার্সনস ওরিয়েন্টেশনপ্রোগ্রামের ১ম ব্যাচের দ্বিতীয় দিন ছিলো আজ। উক্ত প্রোগ্রামে ১২ টি ট্রেডের ২৫ জন মাস্টার ক্রাফট অংশগ্রহণ করেন।

সিসিডএ' সম্মানিত উপ নির্বাহী পরিচালক জনাব লুৎফর রহমান, উপ পরিচালক জনাব এস কে সেলিম এবং পিকেএসএফ প্রতিনিধি উক্ত প্রোগ্রামের উদ্ভোদনে উপস্থিত থেকে মাস্টার ক্রাফটপার্সনসদের অনুপ্রেরণা প্রদান করেন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ জনাব মতিন সৈকত।

ওরিয়েন্টেশন প্রোগ্রামের সার্বিক দিক নির্দেশনা এবং সহযোগিতা প্রদান করেন সিসিডিএ RAISE প্রকল্পের ফোকাল পার্সন জনাব মোহাম্মদ আলী, উপ পরিচালক, সিসিডিএ এবং প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন RAISE PIU Team

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied