স্বামীর লাশবাহী অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের সন্তানের জন্ম দিলেন স্ত্রী

Bortoman Protidin

১৭ দিন আগে বুধবার, নভেম্বর ২৬, ২০২৫


#

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে স্বামীর লাশবাহী অ্যাম্বুলেন্সে কন্যা সন্তানের জন্ম দিলেন স্ত্রী। বুধবার (১৩ ডিসেম্বর) সাতক্ষীরা-আশাশুনি সড়কের বুধহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, শামসুর রহমান সরদারের ছোট ছেলে ইটভাটা শ্রমিক আলতাফ হোসেন (৩৪) প্রতি বছরের ন্যায় এবারও ঢাকায় ইটের ভাটায় শ্রমিকের কাজে যান। বৃদ্ধ বাবা শামসুর রহমান অন্যের জমিতে শ্রমিকের কাজ ছেলে ও বাবা মিলে অভাবের সংসার চালান। গত দুই সপ্তাহ পূর্বে আলতাফ হোসেন ইটভাটায় শ্রমিকের কাজে থাকা অবস্থায় শারীরিক অসুস্থতা অনুভব করে প্রথমে বাড়িতে পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

কিন্তু আলতাফ হোসেনের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়েন এবং আস্তে আস্তে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। গত ১২ ডিসেম্বর রাত ৮টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলতাফ হোসেন মৃত্যুবরণ করেন। পরে তার লাশ নিয়ে গ্রামের বাড়িতে রওনা দিলে পথিমধ্যে বুধহাটা বাজার এলাকায় পৌঁছালে লাশের অ্যাম্বুলেন্সে থাকা গর্ভবতী স্ত্রী রহিমা খাতুনের প্রসাব বেদনা শুরু হয়। একপর্যায়ে রহিমা খাতুন কন্যা সন্তান জন্ম দেন।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালী আলতাফ হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মরদেহ নিয়ে গ্রামে ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্সই নিহতের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। পরে অ্যাম্বুলেন্সের মধ্যে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, বুধবার বিকেলে পারিবারিক কবরস্থানে আলতাফ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। সদ্য ভূমিষ্ঠ শিশু ও তার মা সুস্থ আছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের আর্থিক ও সার্বিক সহযোগিতা করা হবে।

গতকাল জোহর নামাজের পর প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসা মাঠে আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাসুম বিল্লাহর ইমামতিতে শতশত মানুষের অশ্রুশিক্ত ভালোবাসায় মরহুমের নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা পূর্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আলতাফ হোসেনের দাফন সম্পন্ন হয়।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

বিমানবন্দর কার্গো কমপ্লেক্সে ১২ হাজার কোটি টাকার ক্ষতি—কারণ বৈদ্যুতিক শর্টসার্কিট

#

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির

#

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ পাস

#

সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

#

গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে : তথ্য উপদেষ্টা

#

নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে বারবে ব্যয় জানালে অর্থ উপদেষ্টা

#

ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা

#

আসন্ন নির্বাচন সফল করতে কমনওয়েলথের সহযোগিতা প্রত্যাশা প্রধান উপদেষ্টার

#

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন আইজিপি

#

ঢাকা সফররত ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে আমীরে জামায়াতের সৌজন্য বৈঠক

Link copied