শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

Bortoman Protidin

২ ঘন্টা আগে মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬


#

সারা দেশে শীতের তীব্রতা আরও বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের তিন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই ‘দুঃসংবাদ জানানো হয়। এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ল এলাকায় অবস্থান করায় শীতের এই অনুভূতি প্রবল হচ্ছে।

আজকের আবহাওয়ার উল্লেখযোগ্য দিক শৈত্যপ্রবাহ পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রা আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।কুয়াশা শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাস: আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় (বুধবার ও বৃহস্পতিবার) বিরাজমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও সামান্য হ্রাস পেতে পারে। অর্থাৎ মাঘের শুরুতে শীতের দাপট আরও জোরালো হতে পারে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

Link copied