রেলওয়ে স্টেশনে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
১ ঘন্টা আগে মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে স্থানীয় ছাত্র-জনতার সহযোগিতায় তাদের আটক করে পুলিশ। পরে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন—লালমনিরহাটের দুরাকুটি গ্রামের জমির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও একই জেলার শ্বাশান কলোনী গ্রামের মৃত আনিছ আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৩)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী একটি লোকাল ট্রেনে যাত্রীবেশে স্কুল ব্যাগে করে ৪ কেজি গাঁজা বহন করছিল ২ যুবক। দুপুরে ট্রেনটি স্টেশনের ৫ নম্বর প্লাটফরমে দাঁড়ালে তাদের ১ জন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় ছাত্র-জনতা তাদের ২ জনকে আটক করে। ওই সময় তাদের হেফাজতে থাকা স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আমিনুল ইসলাম নামের ৯ ম শ্রেণির এক শিক্ষার্থী বলে, ‘বার্ষিক পরীক্ষা শেষে কয়েকজন বন্ধু মিলে স্টেশনের প্ল্যাটফরম দিয়ে বাড়ি ফিরছিলাম। এ সময় ২ ট্রেন যাত্রীর মধ্যে ১ জন ট্রেন থেকে নেমেই দৌড় দেয়। বিষয়টি আমাদের সন্দেহ হয়। পরে স্থানীয় জনতার সহযোগিতা নিয়ে তাদের ২ জনকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ,হাবিব বলেন, ‘ট্রেনে আসা ২জন মাদক ব্যবসায়ীকে ফলো করছিল ছদ্মবেশে থাকা এক পুলিশ সদস্য। সান্তাহার স্টেশনে নামার সময় তাদের ২ জনকে ধরে ফেললে অপরজন দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্থানীয় ছাত্র-জনতা তাকেও আটক করে ফেলে।’