ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে শেষ হল ফেস অফ নগদহাট অরিয়েন্টেশন প্রোগ্রাম
১৯ দিন আগে শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩

গত ১৮ নভেম্বর, ২০২৩ ইং তারিখ, রোজ শনিবার, ঢাকার কল্যাণপুরের নগদহাট বাংলাদেশ লিমিটেডের প্রাধান কার্যলয় এক উৎসবমুখর পরিবেশে "ফেইস অফ নগদহাট" র অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ‘ফেইস অফ নগদহাট’ পজিশনে নিয়োগপ্রাপ্ত ১৪০ জন ব্যক্তিসহ আমন্ত্রিত অতিথিরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে এই অরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেন।