পানামায় ১২০০ বছর পুরনো সমাধিতে সোনার খনির হদিস

Bortoman Protidin

২২ দিন আগে শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫


#

প্রত্নতাত্ত্বিকরা পানামায় ১টি ১২০০ বছরের পুরনো সমাধি উদ্ধার  করেছেন। যার মধ্যে রয়েছে  সোনার ভাণ্ডার।  দ্য মেট্রোর মতে, এগুলি মানুষের বলিদানের অবশিষ্টাংশ। পানামা সিটি থেকে প্রায় ১১০ মাইল দূরে এল ক্যানো প্রত্নতাত্ত্বিক পার্কের ভিতর থেকেই এই সোনার খনির হদিস মিলেছে।  খনির ভিতরে রয়েছে সোনার চাদর থেকে সোনার বেল্ট, গয়নাগাটি। এমনকী, তিমি মাছের দাঁত দিয়ে তৈরি কানের দুলও পাওয়া গেছে সমাধির ভিতর থেকে। এছাড়া আংটি,  ব্রেসলেট,  কানের দুল, ঘণ্টা, কুকুরের দাঁত দিয়ে তৈরি স্কার্ট, হাড় দিয়ে তৈরি বাঁশি ও মাটির থালাবাটি।

কর্মকর্তারা বিশ্বাস করেন, আইটেমগুলি কোকল সংস্কৃতির একজন উচ্চপদস্থ প্রধানের সাথে সমাহিত করা হয়েছিল । সমাধিতে ৩২ জনের দেহাবশেষও পাওয়া গেছে। যাদের  পরবর্তী জীবনে দলের প্রধানের সাথে  যাওয়ার জন্য সম্ভাব্য বলি দেওয়া হয়েছিল। ত্যাগী ব্যক্তির সঠিক সংখ্যা এখনও তদন্তাধীন।

পানামানিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের লিনেট মন্টেনিগ্রো বলেন, ‘গুপ্তধনের মধ্যে অমূল্য সম্পদ রয়েছে।’

সমাধিটি ৭৫০ খ্রিস্টাব্দে একজন উচ্চ মর্যাদার পুরুষ নেতার জন্য নির্মিত হয়েছিল বলে মনে করা হয়।

প্রথমে  ১জন নারীর  দেহ, তার উপরে পুরুষের মৃতদেহ মুখোমুখিভাবে শোয়ানো হত। সেই সময়ে এমনটাই রীতি ছিল সমাধিস্থ করার। কোনও নেতা বা উচ্চপদস্থ কর্তার মৃত্যুর পর যাদের বলি দেওয়া হত, তারা পরবর্তী জীবনে ওই ব্যক্তির সঙ্গী হবেন বলেই মনে করা হত।

খনন কাজের পরিচালক ডাঃ জুলিয়া মায়ো জানিয়েছেন, এই লোকদের পরকালের সঙ্গী হিসাবে সেবা করার জন্য বলি দেওয়া হয়েছিল।

এল ক্যানোতে খননকাজ ২০০৮  সাল থেকে চলমান রয়েছে। সমাধিটিকে একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং সাংস্কৃতিক আবিষ্কার হিসাবে বিবেচনা করা হয়, যা আমেরিকায় ইউরোপীয়দের আগমনের আগে আদিবাসী উপজাতিদের জীবনে  একটি অন্তর্দৃষ্টি প্রদান করে। সমাধীর অংশটি , যা একটি নেক্রোপলিস বা মৃতদের শহর হিসাবে পরিচিত, ৭০০ খ্রিস্টাব্দের দিকে নির্মিত হয়েছিল এবং ১০০০ খ্রিস্টাব্দের মধ্যে পরিত্যক্ত হয়েছিল।  সূত্র : এনডিটিভি

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ময়নামতি রেজিমেন্ট বিএনসিসির আয়োজনে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি জিপিএ ৫ প্রাপ্ত ক্যাডেটদের সংবর্ধনা প্রদান

#

ময়মনসিংহে গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু, ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

#

বন্যা-ধসে শ্রীলঙ্কায় বাড়ছে দুর্যোগ: মৃ-ত্যু ৩২, নি-খোঁ-জ ১৪

#

কামরাঙ্গীরচরের কোম্পানি ঘাটে ব্রীজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে- স্থানীয় সরকার উপদেষ্টা

#

ভবন নিরাপত্তায় কঠোর ব্যবস্থা, নতুন আইন অনুমোদন দিল উপদেষ্টা পরিষদ

#

প্রেমের সম্পর্ক করে নগ্ন ভিডিও ধারণ

#

দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়- হাজী আমিন উর রশিদ ইয়াছিন

#

কড়াইল বস্তিতে হাজারো ঘরবাড়ি পুড়লেও অক্ষত ‘পবিত্র কুরআন’

#

ভোটের মাঠে তিন স্তরে নিরাপত্তা , সেনাবাহিনী থাকবে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ

#

শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

Link copied