নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে কুপিয়ে হত্যা

Bortoman Protidin

৯ ঘন্টা আগে রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫


#

শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় এবং তাঁর স্ত্রী সুর্বনা রায়ের নিজ বাড়িতে ঘটে যায় ভয়াবহ এক হত্যাকাণ্ড। শান্ত-নিরিবিলি এলাকায় এমন নৃশংস ঘটনা স্থানীয়দের স্তম্ভিত করেছে।

প্রতিবেশী ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, স্বাভাবিক নিয়মে রাতে ঘুমাতে যান দম্পতি। তবে রোববার ভোরে তাদের দরজায় বারবার ডাকা সত্ত্বেও কোনো সাড়া না পেয়ে সন্দেহের সৃষ্টি হয়। তখন প্রতিবেশী দীপক নামের একজন বাড়ির সামনের গেটে মই লাগিয়ে ভেতরে ঢোকার উদ্যোগ নেন। ঘরে প্রবেশ করতেই তিনি আতঙ্কজনক দৃশ্যের মুখোমুখি হন—রান্নাঘরে সুর্বনা রায় ও ডাইনিং রুমে যোগেশ চন্দ্র রায় গলা কাটা অবস্থায় পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানিয়েছেন, মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ছিলেন রহিমাপুর নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। অবসর জীবনে তিনি স্ত্রীকে নিয়ে শান্তভাবেই বাড়িতে থাকতেন। তাদের দুই ছেলে বর্তমানে বাংলাদেশ পুলিশের ভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করছেন। দম্পতিকে সাধারণত নিরিবিলি, শান্ত স্বভাবের মানুষ হিসেবেই সবাই চিনতেন।

এই নির্মম হত্যাকাণ্ডের কারণ স্পষ্ট না হলেও পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তারাগঞ্জ থানার এসআই আবু ছাইয়ুম জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুজনকেই মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার পেছনে কারো শত্রুতা, লুটপাটের চেষ্টা বা অন্য কোনো কারণ রয়েছে কি না—সেসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাববর হোসেনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি বিষয়টি রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)কেও জানানো হয়েছে এবং তারা তদন্তে সহায়তা করছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied