তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর হলো: আখতার হোসেন
২ ঘন্টা আগে বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক বলে মন্তব্য
করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন।
আখতার হোসেন
বলেন, ‘দেশে যখন নির্বাচনের তারিখ ঘোষণা হলেও নির্বাচন হবে কি না- এ নিয়ে মানুষের
মধ্যে শঙ্কা ছিল, এমন প্রেক্ষাপটে তারেক রহমান দেশে ফেরায় নির্বাচন নিয়ে শঙ্কা দূর
হলো।’
এনসিপির জ্যেষ্ঠ
যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ‘তারেক রহমান দলীয় রাজনীতির বাইরে জাতীয় রাজনীতিতে
কী ভূমিকা রাখেন, সেদিকে সবার নজর থাকবে।’
তিনি বলেন,
তারেক রহমান নির্বাসনে থেকে তার দল বিএনপির নেতৃত্ব দিয়েছেন। কিন্তু জাতীয় রাজনীতিতে
তিনি কীভাবে ভূমিকা রাখেন, সেটি একটি বড় বিষয়।