‘জয় বাংলা’ ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩; চূড়ান্ত পর্বে বিজয়ী ১২ দল
১৮ দিন আগে শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩

বাংলা
ইয়ুথ অ্যাওয়ার্ডের সপ্তম আসরের চূড়ান্ত পর্বে একদল তরুণের হাতে উঠলো জয় বাংলা ইয়ুথ
অ্যাওয়ার্ড। বিজয়ীদের হাতে জয় বাংলা ইয়ুথ
অ্যাওয়ার্ড তুলে দেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড
ইনফরমেশন (সিআরআই) চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয়।
(১৮
নভেম্বর) শনিবার দুপুরে ছয়টি ক্যাটাগরিতে তরুণদের ১২টি সংগঠনকে বিজয়ী ঘোষণা করা হয়।
এক
নজর দেখে নেওয়া যাক এবারের জয় বাংলা ইয়ুথ
অ্যাওয়ার্ড বিজয়ী ১২ সংগঠন-
১.
সোশ্যাল ইনক্লুশন বা সামাজিক অন্তর্ভুক্তি
ক্যাটাগরিতে ‘উইমেনস ড্রিমার ক্রিকেট অ্যাকাডেমি’ ও ‘ভালো কাজের
হোটেল’ নামের দুইটি সংগঠন।
২.দক্ষতা ও কর্মসংস্থান ক্যাটাগরিতে
‘ঋতু হেলথ অ্যান্ড ওয়েলবিং ফাউন্ডেশন’ ও ‘সম্ভাবনা ’ নামের
২টি সংগঠন। ।
৩.
উদ্ভাবন ও যোগাযোগ ক্যাটাগরিতে
‘ক্লিয়ার কনসেপ্ট’ ও ‘টিম অ্যাটলাস’।
৪.
সমাজের উন্নয়ন ক্যাটাগরিতে ‘নুপম ফাউন্ডেশন’ ও ‘আলট্রাস্টিক পিউপিলস
ইয়ুথ অর্গানাইজেশন’ (এপিওয়াইও)।
৫.জলবায়ু ও পরিবেশ সুরক্ষা
ও সচেতনতা সৃষ্টি ক্যাটাগরিতে ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’ (ডব্লিউএসআরটিবিডি)
ও ‘ইকো-নেটওয়ার্ক গ্লোবাল’।
৬.
শিল্প ও সংস্কৃতি ক্যাটাগরিতে
‘অভিনন্দন ফাউন্ডেশন’ ও ‘টঙ্গের গান’।
জয়
বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড পুরস্কার পাওয়া সংগঠনগুলো ছাড়াও ৩শ’টির বেশি
সংগঠন নিয়ে ইয়াং বাংলা বর্তমানে তারুণ্যের সর্ববৃহৎ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এই সংগঠনগুলোসহ ইয়াং
বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন ৫০ হাজারের বেশি
স্বেচ্ছাসেবক ও তিন লাখের
বেশি সদস্য। ২০২২ সালের মে মাসে ইয়াং
বাংলার সদস্য হন প্রধানমন্ত্রী শেখ
হাসিনা।
