চলছিল শেষকৃত্যের অনুষ্ঠান, উঠে কেক কাটলেন বৃদ্ধা
১ ঘন্টা আগে বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
ভারতের
মহারাষ্ট্র রাজ্যের নাগপুর জেলার রামটেক এলাকায় এক চমকপ্রদ ঘটনা ঘটেছে। ১০৩ বছর বয়সী
বৃদ্ধা গঙ্গা শাঁখারীকে মৃত ঘোষণা করার পর শেষকৃত্যের প্রস্তুতি চলাকালীন তিনি হঠাৎ
জীবিত হয়ে ফিরে আসেন।
সনাতন
ধর্মাবলম্বী গঙ্গাকে মঙ্গলবার সকালে প্রথা অনুযায়ী নতুন শাড়ি পরানো হয়। মৃত ব্যক্তির
সঙ্গে চলমান শেষকৃত্যের আয়োজনের অংশ হিসেবে হাত ও পা বেঁধে নাকে তুলা গুঁজে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত আত্মীয়স্বজন এবং পাড়া-প্রতিবেশীরা শোকমগ্ন অবস্থায় ছিলেন।
কিন্তু
হঠাৎ গঙ্গার নাতি রাকেশ শাঁখারী তার দাদীর পায়ে মৃদু নড়াচড়া লক্ষ্য করেন। সঙ্গে সঙ্গে
নাকে থেকে তুলা তুলে দেখেন তিনি শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। এ সংবাদে উপস্থিত সবাই হতবাক
হন।
পরিবারের
সদস্যরা দ্রুত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেন এবং গঙ্গাকে বাঁচিয়ে আনেন। শেষকৃত্যের আয়োজন
থেকে এক মুহূর্তে জন্মদিনের উৎসবে রূপ নেয়।
বিশেষ
উল্লেখ, সেই দিনটি ছিল গঙ্গা শাঁখারীর ১০৩তম জন্মদিন। তাই সবাই মিলে কেক কেটে জন্মদিন
উদযাপন করেন।
ভারতের
সংবাদমাধ্যম এনডিটিভি এই চমকপ্রদ ঘটনার তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনা মানব জীবনের অদ্ভুত
রহস্য ও আশ্চর্যের এক দৃষ্টান্ত হয়ে রয়ে গেলো।