কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গত ২৪ ঘন্টায় ৩০ জন গ্রেফতার
২৮ দিন আগে শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫
 
                                    সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।
কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ জন গ্রেফতার করেছে পুলিশ। আসামি রা হলেন জিআর ওয়ারেন্ট মূলে ০১ জন (ফুলবাড়ী), সিআর ওয়ারেন্ট মূলে ০৮ জন (উলিপুর-০৬, নাগেশ্বরী-০২), নিয়মিত মামলায় গ্রেফতার ১৮ জন (কুড়িগ্রাম-০১, নাগেশ্বরী-০৩, ফুলবাড়ী-০২, রাজিবপুর-০১, রৌমারী-১০, কচাকাটা-০১), পূর্বের মামলায় ০২ জন (কুড়িগ্রাম -০১, ফুলবাড়ী-০১), সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০১ জন (উলিপুর) সহ মোট ৩০ জন আসামী গ্রেফতার করে। 
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। 
ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।
                                        
                                                                                
                                    
                                            
                                            
                                            
                                            
                                                Tweet
                                            
                                            
                                                                                            
                                                    
                                                        
                                                        
                                                    
                                                
                                                                                    
                                                                                    
                                                                            ইউটিউব সাবস্ক্রাইব করুন  
                                                    
                                                     
                 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        .jpeg) 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        