কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর আহ্বায়ক কমিটি গঠন
২ ঘন্টা আগে বৃহস্পতিবার, জানুয়ারী ২৯, ২০২৬
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :
অরাজনৈতিক, ধর্মীয় ও মানবিক সেবামূলক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুস সামাদ। তিনি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র। সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে তৌফিকুল ইসলামকে, যিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র।
আহ্বায়ক মোঃ আব্দুস সামাদ তার বক্তব্যে বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবা, দ্বীনি শিক্ষা বিস্তার এবং সুফিবাদী দর্শনের মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি রক্ষায় কাজ করে যাচ্ছে। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের এই কমিটি সাধারণ শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষার প্রসার এবং মানবিক সহায়তামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবে। বিশেষ করে দুর্যোগকালীন ত্রাণ বিতরণ, রক্তদান কর্মসূচি এবং অসুস্থ শিক্ষার্থীদের সহায়তায় এই কমিটি অগ্রণী ভূমিকা রাখবে।
নবগঠিত এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ-এর জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতৃবৃন্দ। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, তরুণ ছাত্রসমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পলিটেকনিক অঙ্গনে মানবিক ও আধ্যাত্মিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।