মেঘনা ট্রেন বিলম্বে আসায় যাত্রীদের কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশন বিক্ষোভ ও ভাংচুর
0
স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোট রেলস্টেশনে দেড় ঘন্টা দেরীতে আসায় মেঘনা এক্সপ্রেস ট্রেন যাত্রীরা স্টেশনে বিক্ষোভ ও ভাংচুর করে।
শনিবার সকালে নাঙ্গলকোট রেলস্টেশনে এ ঘটনা ঘটে। লাকসাম রেলওয়ে জংশন থেকে জি আরপি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
স্থানীয়রা জানায়, চাদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন সকাল ৭ টায় নাঙ্গলকোট রেলস্টেশনে আসার কথা ছিল। ট্রেনটি দেড় ঘন্টা দেরীতে আসায় যাত্রীরা বিক্ষোভদ্ধ হয়ে স্টেশনে দরজা, জানালা ভাংচুর চালায়। স্টেশন মাস্টার লাকসাম জিআরপি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে নাঙ্গলকোটে স্টেশন মাস্টার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মেঘনা ট্রেন লেটের কারনে যাত্রীরা স্টেশনে ভাংচুর চালায়। লাকসাম রেলওয়ে থানার পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, স্টেশনের তেমন ক্ষতি হয়নি।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মন্তব্য করুন