বর্তমান প্রতিদিন ডেস্ক:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া),
ক্যান্টনমেন্ট কুমিল্লা শাখার ২০২২ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ৬.৩০ ঘটিকায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ন এই নির্বাচনে স্বতস্ফূর্তভাবে সকল ঔষধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিতি ছিলো। দুই বছর মেয়াদি এই কমিটির ০২ টি পদের মধ্যে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ সিদ্দিকুর রহমান ( জেসফার ফার্মা ) সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নূর আহমেদ সোহাগ ( নিপ্রো জেএমআই ফার্মা ) নির্বাচিত হন।
এই কমিটির অন্যান্য পদের সদস্যদের নাম দ্রুত প্রকাশ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক।
উক্ত নির্বাচন অনুষ্ঠানে ক্যান্টনমেন্ট ফারিয়ার আহবায়ক কমিটির আহবায়ক জনাব যোবায়ের আলমের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক জনাব মাইদুলের সঞ্চালনায় নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট ফারিয়ার সাবেক সভাপতি ও উপদেষ্টা জনাব সুবেহ সাদিক, সাবেক সভাপতি আজহারুল ইসলাম, ফয়সাল।
মন্তব্য করুন