মুসলিম বিশ্বের মক্কার ১০জন ইমামদের নাম ও জন্মস্থান

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়:
বর্তমান মুসলিম বিশ্বের যে কজন বিশিষ্ট আলেম রয়েছে তাদের মধ্যে অন্যতম সৌদি আরবের মক্কা ও মদিনার ১০ জন পেশ ইমাম, আজ আপনাদের সামনে তুলে ধরবো তাদের নাম এবং জন্মস্থান।
০১. ডাঃ শেখ আবদুর রহমান আস সুদাইস – যার জন্ম ১৯৬০ সালের ১০ ফেব্রুয়ারি, রিয়াদ – সৌদি আরব।
০২. ইমাম আবদুল্লাহ আবাদ আল জুহানী – জন্ম ১৯৭৬ সালের ১৩ জানুয়ারি – মদিনায়।
০৩. ইমাম বান্দার বলীলা – জন্ম ১৯৭৫ সালের জুন মাসে মক্কা নগরীতে।
০৪. ইমাম মাহের আল মুযেযাকলি – জন্ম ১৯৬৯ সালের ৭ জানুয়ারি – মদিনায়।
০৫. ইমাম মিশারি রশিদ আলাফাসি – জন্ম ১৯৭৬ সালের ৫ সেপ্টেম্বর -কুয়েত।
০৬. ইমাম সাদ আল গামিদী – জন্ম ১৯৬৮ সালে – দাম্মাম , সৌদি আরব।
০৭. ইমাম সালাহ আল বুদাইর – জন্ম ১৯৭০ সালের ৭ জানুয়ারি – আল হুফুফ -সৌদি আরব।
০৮. ইমাম সালেহ আল তালিব – জন্ম ১৯৭৪ সালের ২৩ জানুয়ারি – রিয়াদ শহরে।
০৯. ইমাম সালিহ বিন আবদুল্লাহ আল – জন্ম ১৯৪৭ সালের ১০ মে – বুরাইদা – সৌদি আরব।
১০. ইমাম সৌদ আল শুরাইম – জন্ম ১৯৬৪ সালের ১৯ জানুয়ারি – রিয়াদ – সৌদি আরব।
মুসলিম বিশ্বের বিখ্যাত এই ইমাম গনের কন্ঠে মক্কা ও মদিনা বাসি সহ বিভিন্ন দেশের মুসলিমরা পবিত্র কুরআন তেলাওয়াত শুনতে অনেক পছন্দ করেন।
এই ইমামগন মক্কা ও মদিনা শরীফে নামাজের ইমামতি করে থাকেন। যাদের মধ্যে মহান আল্লাহ দিয়েছেন পবিত্র কুরআন জ্ঞান, যা অন্যদের চেয়ে আলাদা। এসব ইমামের জন্য রয়েছে সরকারি ভাবে বিশেষ নিরাপত্তা।