মাশরাফির জন্য প্রেসক্রিপশন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক

বর্তমান প্রতিদিন ডেস্ক:
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবং নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা গত শুক্রবার (১৯ জুন) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ’র তত্ত্বাবধানে আছেন বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড়।
জানা গেছে, মাশরাফির জন্য প্রেসক্রিপশন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত এই চিকিৎসক।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আব্দুল্লাহ স্যারের (প্রধানমন্ত্রীর চিকিৎসক) প্রেসক্রিপশন পাঠানো হয়েছে মাশরাফিকে। বিসিবি সভাপতি তার সঙ্গে কথা বলেছেন।’
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘মাশরাফির পুরোনো অ্যাজমা রোগ নিয়ে তারা একটু চিন্তিত। তবে এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি। শুধু ঘুম একটু কম হচ্ছে। সে অ্যাজমার রোগী। যাদের অ্যাজমা আছে তাদের বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু আগে থেকে তাদের ফুসফুস দুর্বল হয়ে আছে। ওর চিকিৎসা ব্যবস্থা আব্দুল্লাহ স্যার দেখছেন।’
করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই মাশরাফি সংকট মোকাবিলায় সক্রিয় ছিলেন। নিজের নির্বাচনী এলাকায় নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে প্রশংসিত হন। মাশরাফির অ্যাজমা থাকলেও খুব একটা সমস্যা হবে না বলে মনে করছেন বিসিবির চিকিৎসকেরা। কারণ ক্রিকেটার হওয়ায় তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো। আর মানসিকভাবে তিনি দৃঢ় হওয়ায় ইমিউনিটিও ভালো কাজ করার কথা।

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
বর্তমান প্রতিদিন ডেস্ক: করোনা পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ তে সিরিজ জয় নিশ্চিত করায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, বিস্তারিত →

যারা স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল, আজ তারাই ব্যর্থ: প্রধানমন্ত্রী
বর্তমান প্রতিদিন ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল, আজ তারাই ব্যর্থ।’ রবিবার (১০ জানুয়ারী) জাতির বিস্তারিত →

বাংলাদেশ-ভারতের সাতটি সমঝোতা স্মারক সই
বর্তমান প্রতিদিন ডেস্ক: বাণিজ্য, জ্বালানি, কৃষিসহ সাত খাতে সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত সাতটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি বিস্তারিত →

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত
জাহিদুল হাসান কাইয়ুম: বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, কুমিল্লা জেলা শাখায় মোঃ আনিছুর রহমানকে সভাপতি ও মোঃ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট বিস্তারিত →

ফোর্বসের সাময়িকী তালিকায় ৩৯তম ক্ষমতাধর নারী হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বর্তমান প্রতিদিন ডেস্ক: যুক্তরাষ্ট্রের অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বস-২০২০ সালে বিশ্বের ক্ষমতাধর নারীদের যে তালিকা করেছে, তাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩৯তম স্থানে রাখা হয়েছে। বিস্তারিত →