বর্তমান প্রতিদিন ডেস্ক:
ভারতের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির এমসে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। বুধবার (২১ সেপ্টেম্বর ২০২২ইং) সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
সূত্র থেকে জানা যায়, গত ১০ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু। জিমে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে হঠ্যাৎ বুকে ব্যথা শুরু হয় তার। এরপরেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রথম দিকে অবস্থার অবনতি হলেও পরে ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন তিনি। তবে গত ১ সেপ্টেম্বর আবার শিল্পীর শারীরিক অবনতি হয়। তখন তাকে ভেন্টিলেশনে রাখা হয়।
কৌতুক অভিনেতা রাজু ছিলেন হাসির জাদুকর। তিনি স্টেজে এসে দাঁড়ালেই দর্শকদের মুখে হাসি ফুটে উঠত। ১৯৬৩ সালের ২৫ ডিসেম্বর কানপুরে তার জন্ম হয়েছিল। বাবা রমেশচন্দ্র শ্রীবাস্তব ছিলেন কানপুরের প্রখ্যাত একজন কবি। ছেলের নাম তিনি রেখেছিলেন সত্যপ্রকাশ শ্রীবাস্তব। কিন্তু রাজু নামেই তাকে ডাকতেন সবাই।
বলিউডের টানেই একদিন মুম্বাইয়ে পাড়ি দেন রাজু। আশির দশকের শুরুতে আরব সাগরের তীরে পৌঁছান তিনি। আসার সঙ্গে সঙ্গেই সিনেমায় সুযোগ পাননি। ১৯৮৮ সালে ‘তেজাব’ সিনেমায় ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ সিনেমাতেও ছিলেন। তারপর থেকে অনেক সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। তবে তার কেরামতি ছিল স্টেজে।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ’ শোতে রানার-আপ ছিলেন রাজু। সেই শোতে তিনি ‘দ্য কিং অব কমেডি’ খেতাব পেয়েছিল। তার হাস্যরসের খ্যাতি দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল চারদিকে। অভিনেতার ‘গজোদর ভাইয়া’ চরিত্র অত্যন্ত জনপ্রিয়। এছাড়াও রাজনীতিতেও সক্রিয় ছিলেন এই কৌতুক অভিনেতা।
সূত্র : সংবাদ প্রতিদিন
মন্তব্য করুন