বর্তমান প্রতিদিন ডেস্ক:
কুড়িগ্রাম জেলায় নিজেকে জীনের বাদশা হিসেবে পরিচয় দেওয়া মেহের আলী (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
জ্বিনের মাধ্যমে সমস্যার সমাধানের নামে প্রতারণা করে আসছিল এই চক্রটি। সেই চক্রের মূল হোতা এই মেহের আলী।
২২ নভেম্বর (মঙ্গলবার) ভোররাতে কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর চরুয়া পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মেহের আলীকে গ্রেফতার করা হয়। মেহের আলী কুড়িগ্রাম পৌরসভার একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।
পুলিশ ও অভিযোগ সূত্র থেকে জানা যায়, বড়বোনের সন্তান না হওয়ায় চিকিৎসার জন্য মোবাইল ফোনে মেহের আলী কবিরাজের সাথে পরিচয় ঘটে এক ব্যক্তির। এসময় মেহের আলী নিজেকে জ্বিনের বাদশা বলে পরিচয় দেন। তিনি জানান, জ্বিনের মাধ্যমে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করে দেন।
সেই সূত্রে গর্ভধারণের বিষয়কে কেন্দ্র করে অভিযোগকারীর পরিবারের সদস্যদের থেকে প্রতারণার মাধ্যমে ৪ লাখ টাকা হাতিয়ে নেন মেহের আলী ও তার সঙ্গীরা।
এরপর প্রতারক মেহের আলী ওই পরিবারের কাছে একটি প্যাকেট দিয়ে জানায়, প্যাকেটের ভেতরে সোনার কয়েন আছে, যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা। সোনার কয়েন দেওয়ার কথা বলে কৌশলে আরও প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্রটি।
অভিযোগের সূত্র ধরে কুড়িগ্রাম সদর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জ্বিনের বাদশা দাবিকারী প্রতারক কবিরাজ মেহের আলীকে গ্রেফতার করে। এসময় তার বাড়িতে থাকা কয়েন, হরিনের চামরার টুকরো, মোবাইল ফোন, তাবিজ-কবজ উদ্ধার করে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: রুহুল আমীন এবিষয়ে সংবাদমাধ্যমকে জানান,গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে চতুরতার সাথে গোল্ড কয়েনের লোভ দেখিয়ে নিজেকে জ্বিনের বাদশা পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। পরবর্তীতে কুড়িগ্রাম জেলা পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জ্বিনের বাদশা পরিচয়দানকারী মেহেদী নামে পরিচয় দেওয়া প্রতারক মেহের আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মন্তব্য করুন