ব্রেকিং নিউজ

কুমিল্লায় মলম পার্টির তিন সদস্য গ্রেফতার

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : শনিবার, ২০২২ আগস্ট ২৭, ১১:২৫ পূর্বাহ্ন

বর্তমান প্রতিদিন ডেস্ক:

কুমিল্লা জেলায় মলম পার্টির তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মেঘনা থানা পুলিশ। গতকাল শুক্রবার (২৬ আগস্ট) জেলার মেঘনা উপজেলার মানিকারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ আনা পাকা (গলানো) স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়া মলম পার্টির সদস্যরা হলেন, মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের মো. সবুজ মিয়ার ছেলে সাকিব হাসান (২১), শিকিরগাঁও এর মো. বাদল মিয়ার ছেলে মো. মুন্না (১৮) ও মাতাবেরকান্দি গ্রামের সত্য চন্দ্র দাসের ছেলে বিপ্লব দাস (২৫)। 

শুক্রবার (২৬ আগস্ট) রাতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন মেঘনা থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) মো. ছমি উদ্দিন।

তিনি বলেন, আটক হওয়া মলম পার্টির তিন সদস্যকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে। 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video