বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী: স্থানীয় সরকার মন্ত্রী

বর্তমান প্রতিদিন ডেস্ক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক জেলজুলুম অত্যাচার সহ্য করে এই হতভাগ্য বাঙালি জাতির ভাগ্যের উন্নতির জন্য স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধুর সফল নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু তার স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যকে পিছিয়ে দিতেই তাকে বাঁচতে দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে জামালপুর জেলা পরিষদ আয়োজিত নবনির্মিত মির্জা আজম অডিটোরিয়াম ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে এসে হাটে, গ্রামেগঞ্জে ঘুরে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে নিরলসভাবে দায়িত্ব পালন শুরু করেন। তারই বিচক্ষণতায় আওয়ামী লীগ বারবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। শেখ হাসিনা প্রথমবারেই ক্ষমতায় এসে খাদ্যে ঘাটতির বাংলাদেশে উদ্বৃত্ত খাদ্য উৎপাদন করেন। খাদ্য উৎপাদন বৃদ্ধি ছাড়াও এদেশের মানুষের ভ্যাগ্য উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুতায়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও মানুষের কর্মসংস্থানসহ সার্বিক উন্নয়নে কাজ শুরু করেন।
মন্ত্রী তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও দক্ষতার কারণেই হতদরিদ্র দেশ থেকে বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের কাতারে স্থান করে নিয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে সারা বিশ্বের মধ্যে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে প্রধানমন্ত্রী মহাপরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছেন। ব্যাপক কর্মসংস্থানের লক্ষ্যে সারা দেশে অর্থনৈতিক অঞ্চল স্থাপনসহ বিভিন্ন কলকারখানা স্থাপনের বিষয়ে বর্তমান সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
২০০৯ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় আমাদের মাথাপিছু আয় ছিল ৫০০ ডলারের মতো। এখন বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই হাজার ডলারেরও কিছু বেশি। স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সারা দেশে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সঠিকভাবে সঠিক সময়ে বাস্তবায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও লক্ষ্য পূরণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করে যাওয়ার আহবান জানান তিনি।
জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান এমপি, সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, মোঃ মোজাফফর হোসেন এমপি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মুস্তাকীম বিল্লাহ ফারুকী, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ।
এর আগে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম জেলা পরিষদের আওতাধীন নবনির্মিত মির্জা আজম অডিটোরিয়াম ভবনের উদ্বোধনী নামফলক উন্মোচন ও ফিতা কাটেন এবং বেলুন উড়ান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ১৬ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এক হাজার আসন ও আধুনিক সুযোগ-সুবিধা বিশিষ্ট এই অডিটোরিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করেছে জামালপুর জেলা পরিষদ।
পরে মির্জা আজম এমপিসহ অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে জামালপুর শহরের প্রাণকেন্দ্রে নির্মাণাধীন শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী প্রকল্প ও মেলান্দহের মহিরামকুলে জামালপুর পল্লী উন্নয়ন একাডেমি প্রকল্পসহ বাস্তবায়নাধীন বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

কুমিল্লায় ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নূর আল্ হামীম পিয়াস: ‘করোনাকালে নারী নেতৃত্ব-গড়বে নতুন সমতার বিশ্ব’ এই স্লোগানকে ধারন করে কুমিল্লায় ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক বিস্তারিত →

কুমিল্লায় ১৭নং ওয়ার্ডে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
নূর আল্ হামীম পিয়াস: কুমিল্লা ১৭নং ওয়ার্ডে নারী নির্যাতন,মাদক, বাল্য বিবাহ ও জঙ্গিবাদ বিরোধী বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সকালে বিস্তারিত →

নারীদের অধিকার আদায় করে নিতে হবে: প্রধানমন্ত্রী
বর্তমান প্রতিদিন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারী সমাজকে নিজ নিজ অধিকার আদায়ে নিজেদের যোগ্যতর হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সমাজকে যদি আমরা বিস্তারিত →

আন্তর্জাতিক নারী দিবসে স্পিকার শিরীন শারমিনকে শুভেচ্ছা
বর্তমান প্রতিদিন ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বিস্তারিত →

রিয়াদে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের রিয়াদে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ (মার্চ) পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত ভার্চুয়াল বিস্তারিত →