‘বঙ্গবন্ধুর কারামুক্তি দিবস’ উপলক্ষ্যে স্মারক ডাকটিকেট অবমুক্ত

বর্তমান প্রতিদিন ডেস্ক:
আজ ৮ জানুয়ারি; ‘বঙ্গবন্ধুর কারামুক্তি দিবস’। পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে দীর্ঘ ৯ মাস কারাভোগের পর ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি লাভ করেন। দিবসটি উপলক্ষ্যে ডাক অধিদপ্তর স্মারক ডাকটিকেট প্রকাশ করেছে।
শুক্রবার (৮ জানুয়ারি) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বেইলী রোডের সরকারি বাসভবনে এ বিষয়ে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত করেন এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড উদ্বোধন করেন। মন্ত্রী এ বিষয়ক একটি সীলমোহর ব্যবহার করেন। তিনি দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও বঙ্গবন্ধু বাঙালির হাজার বছরের ইতিহাসের অবিচ্ছেদ্য একটি অধ্যায়। ২৪ বছরের সংগ্রামের ধারাবাহিকতায় মহাকাব্যের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বেশির ভাগ সময় কারাগারে কাটাতে হয়েছে।
তিনি বলেন, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বাঙালির স্বাধীকার প্রতিষ্ঠায় তার আপসহীন নেতৃত্ব বিশ্বের ইতিহাসে বিরল। আমাদের একজন বঙ্গবন্ধু ছিলেন বলেই, বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়েছে।
মোস্তাফা জব্বার বলেন, ১৯৭১-এর ২৫ মার্চ মধ্যরাতে পাকহানাদার বাহিনীর গণহত্যা চলাকালে ধানমন্ডির ৩২ নম্বর রোডের নিজ বাসভবন থেকে গ্রেফতার হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে তাকে পাকিস্তানের মিয়ানওয়ালি কারাগারে নির্জন কক্ষে বন্দি রাখা হয়।
মন্ত্রী বলেন, ১৯৭১-এর ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অর্জিত হলেও তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের হাতে বন্দি। সাড়ে সাতকোটি বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুকে ছাড়া স্বাধীনতার আনন্দের পূর্ণতা ছিল না। পরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ব্যাপক কূটনৈতিক চাপ এবং বিশ্ব শীর্ষ নেতাদের তীব্র সমালোচনার মুখে ১৯৭২ সালের ৮ জানুয়ারি পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দিতে বাধ্য হয়।
এ বিষয়ক স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম এবং ডাটা কার্ড ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো এবং পরে দেশের অন্যান্য জিপিও এবং প্রধান পোস্ট অফিসগুলো থেকে সংগ্রহ করা যাবে।

নবাগত পুলিশ সুপারকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা
এমদাদুল হক সোহাগ: কুমিল্লাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা কল্যান সমিতির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান কুমিল্লা জেলার নবাগত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) কে ফুলেল বিস্তারিত →

কুমিল্লায় ফেন্সিডিল ও গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী আটক
মাহফুজ আনোয়ার সৌরভ: কুমিল্লা বুড়িচং উপজেলা হতে তিনশত তিন বোতল ফেন্সিডিল ও ছয় কেজি গাঁজাসহ মোঃ সোহাগ মিয়া (২৪) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিস্তারিত →

ইন্ডিয়ান সিরিয়াল আমাদের সংস্কৃতিতে প্রচণ্ড আঘাত হানছে: তথ্যমন্ত্রী
বর্তমান প্রতিদিন ডেস্ক: ঘুড়ি উৎসব পুরান ঢাকার ঐতিহ্যের পাশাপাশি দেশের ঐতিহ্য বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের বিস্তারিত →

ই-মেইলে কুবি শিক্ষকদের হত্যার হুমকি; প্রশাসনের থানায় অভিযোগ
মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষকদের একই বিভাগের শিক্ষার্থী ও তার বাবার পরিচয় ব্যবহার করে লাগাতার ই-মেইলে হুমকি দেয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিস্তারিত →

প্রধানমন্ত্রিত্বের চেয়ে কাজের সুযোগই আমার কাছে বড় প্রাপ্তি : শেখ হাসিনা
বর্তমান প্রতিদিন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার মধ্যস্বত্তভোগীদের দৌরাত্ম হ্রাসকল্পে সামাজিক নিরাপত্তা বলয়ের বিভিন্ন ভাতার টাকা সরাসরি উপকারভোগীর মোবাইলে প্রেরণের উদ্যোগ গ্রহণ করেছে। আমরা বিস্তারিত →