বঙ্গবন্ধুকে গান্ধী শান্তি পুরস্কারে মনোনীত করায় ভারতকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ

বর্তমান প্রতিদিন ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার-২০২০ দেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। বঙ্গবন্ধুকে প্রথমবারের মতো মরণোত্তর পুরস্কারটি দেওয়া হল।
মঙ্গলবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি বাংলাদেশ ও তার জনগণের জন্য একটি বিরাট সম্মান।’
এতে আরও বলা হয়, বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এই সম্মাননা বিশেষ তাৎপর্য বহন করে। বিশেষত, যখন বাংলাদেশ রাজনীতি, অর্থনীতি ও সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে, বঙ্গবন্ধু যার ভিত গড়েছিলেন।
পুরস্কারটি বাংলাদেশ-ভারতের মধ্যকার চির-গভীর সম্পর্কের প্রতিও একটি সম্মাননা। এটি এমন এক সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যখন উভয় দেশ যৌথভাবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ-জয়ন্তী, দু’দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্ম-শত বার্ষিকী উদযাপন করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বঙ্গবন্ধুর জন্ম-শত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ যখন তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরছে, ঠিক সেই মুহূর্তে এই পুরস্কার এদেশের মানুষের স্বাধীনতা ও অধিকার নিশ্চিতে এবং একটি ক্ষুধা, দারিদ্র ও শোষণমুক্ত বিশ্ব গড়ে তুলতে তার আজীবনের সংগ্রামের স্বীকৃতি দিচ্ছে।’
এতে আরো বলা হয়, এ উপলক্ষে বাংলাদেশের জনগণ দুই মহান নেতা বাপুজি ও বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানায়। যাদের মূল্যবোধ ও আদর্শ আজও একটি শান্তিপূর্ণ, শোষণ, অন্যায়-অবিচার ও বঞ্চনা মুক্ত বিশ্ব গড়তে আজও প্রেরণার উৎস হয়ে রয়েছে।
সূত্র : বাসস।

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাবে ৩৬ লাখ পরিবার
বর্তমান প্রতিদিন ডেস্ক: চলমান করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে গত বছরের মতো এ বছরও প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ২ হাজার ৫০০ টাকা করে পাবে দেশের ৩৬ বিস্তারিত →

সৌদি হজ্জ ও ওমরা বিষয়ক উপমন্ত্রীর সাথে রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বৈঠক অনুষ্ঠিত
মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের হজ্জ ও ওমরা বিষয়ক মন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ্ সোলায়মান মাশাত এর সাথে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের বিস্তারিত →

কুমিল্লায় ট্রাক চাপায় একই পরিবারের তিনজন নিহত
মিজানুর রহমান মিনু: কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক চাপায় বাবা, মেয়ে-নাতিসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা গ্রামের নুরুজ্জামানের ছেলে বিস্তারিত →

পবিত্র মাহে রমজান ও নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
বর্তমান প্রতিন ডেস্ক: নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ-বিদেশে যে যেখানেই আছেন সবাইকে জানাই ১৪২৮ বঙ্গাব্দের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ। আজ আবাহনের বিস্তারিত →

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে; কাল থেকে শুরু হবে রোজা
বর্তমান প্রতিদিন ডেস্ক: পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার থেকে রোজা শুরু হবে। রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর আদায় করতে বিস্তারিত →