ফাইভ-জি প্রযুক্তিতে আমরা পিছিয়ে থাকব না: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

বর্তমান প্রতিদিন ডেস্ক:
বাংলাদেশের প্রায় প্রতিটি ইউনিয়নে অপটিক্যাল ফাইবার পৌঁছে দেয়া হয়। মোবাইল নেটওয়ার্কে দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে গেছে। বাংলাদেশের মহাকাশে ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের মর্যাদা অর্জন করেছে বলে মন্তব্য করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।
তিনি জানান, আমরা দুনিয়ার গুটিকয়েক দেশের মধ্যে একটি দেশ যারা ফাইভ-জি পরীক্ষা করেছি। ৫-জি প্রযুক্তিতে আমরা পিছিয়ে থাকব না।
(৬ আগস্ট) রাজধানীর হোটেল রেডিসনে আইটিইউ-বিটিআরসি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের রেগুলেটর রাউন্ড টেবিল কনফারেন্স-২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।
এ সময় তিনি ১৯৭৩ সালে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন্স ইউনিয়ন (আইটিইউ) এর সদস্যপদ লাভ এবং ১৯৭৫ সালের ১৪ জুন বহির্বিশ্বের সাথে টেলিযোগাযোগ কানেকটিভিটি স্থাপনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন।
তিনি জানান, ২০৪১ সালের মধ্যে জ্ঞান ভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ কাজ করছে। চতুর্থ শিল্পবিপ্লব বা ডিজিটাল শিল্পবিপ্লবের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় এ অঞ্চলের দেশসমূহকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় এই অঞ্চলের দেশসমূহের রেগুলেটরদের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। সামগ্রীকভাবে ডিজিটাল শিল্পবিপ্লবের বিকাশ যাতে ব্যাহত না হয় এই নীতিতে কাজ করার জন্য তিনি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিকম রেগুলেটরদের প্রতি আহবান জানান।
তিনি আরও জানালেন, বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর কৃষি ভিত্তিক অর্থনীতির বাংলাদেশকে ডিজিটাল দেশে রুপান্তরের কর্মসূচি গ্রহণ করেন। মোবাইলের মনোপলি ব্যবসা ভেঙ্গে দিয়ে মোবাইল ফোন সাধারণের নাগালে পৌঁছে দেন। কম্পিউটারের ট্যাক্স- ভ্যাট প্রত্যাহার করে কম্পিউটার সকলের জন্য সহজ লভ্য করেন।
তিনি প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশে বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে বলেন, ডিজিটাল শিল্প বিপ্লবের কারণে ‘আমি কি আমার জনগণের কর্মসংস্থান বহাল রাখতে পারব। আমি কি একই সাথে যারা দুনিয়ার প্রযুক্তির সাথে তাল মিলিয়ে থাকতে পারব‘। এই সব চ্যালেঞ্চ মোকাবিলার উপায় উদ্ভাবনে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের টেলিকম রেগুলেটরদের ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের টার্গেট ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করা ও একটি জ্ঞান ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করা।

ঢাকাকে ভেনিস বা সান্তোসার মতো করে গড়ে তোলা হবে: স্থানীয় সরকারমন্ত্রী
বর্তমান প্রতিদিন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাকে ভেনিস বা সান্তোসার মতো করে গড়ে তোলার বিস্তারিত →

সিটি কর্পোরেশনের মতামত নিয়ে ড্যাপের চূড়ান্ত সিদ্ধান্ত: মোঃ তাজুল ইসলাম
বর্তমান প্রতিদিন ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও ড্যাপের আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম বলেছেন, সিটি কর্পোরেশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়েই বিস্তারিত →

সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের কার্যক্রম অব্যাহত রেখেছে: ওবায়দুল কাদের
বর্তমান প্রতিদিন ডেস্ক: আন্তর্জাতিক বাজারে করোনা ভ্যাকসিন আসা মাত্রই বাংলাদেশের জনগণ যাতে সহজেই পায়, সে ব্যাপারে সরকার সকল প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের বিস্তারিত →

খালের দায়িত্ব সিটি কর্পোরেশনের হাতে দেয়ার নীতিগত সিদ্ধান্ত; ১৪ সদস্যের কমিটি গঠন: এলজিরডি মন্ত্রী
বর্তমান প্রতিদিন ডেস্ক: রাজধানীর খালের দায়িত্ব সিটি কর্পোরেশনের হাতে দিতে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল বিস্তারিত →

করোনাকালের “নির্ভীক যোদ্ধা” হলেন গণমাধ্যমকর্মীরা: তথ্যমন্ত্রী
বর্তমান প্রতিদিন ডেস্ক: করোনাকালে গণমাধ্যমকর্মীদের “নির্ভীক যোদ্ধা” হিসেবে অভিহিত করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিস্তারিত →