বর্তমান প্রতিদিন ডেস্ক:
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র গভীর সমবেদনা জানিয়েছে। রবিবার (২১ আগস্ট ২০২২ইং) এক বার্তায় এ সমবেদনা জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাস ২০০৪ সালের ২১ আগস্ট সংঘটিত গ্রেনেড হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। এসব হামলার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সাবেক সেক্রেটারি অফ স্টেট কলিন পাওয়েল রাজনৈতিক সহিংসতা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন। তার বক্তব্য আজও সত্য।
যুক্তরাষ্ট্র দূতাবাস সব ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানায় বলেও বার্তায় দূতাবাস উল্লেখ করে।
২১ আগস্ট ২০০৪ ইং ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। গ্রেনেড হামলায় দলের নেতা ও কর্মীসহ ২৪ জন নিহত হয়। আহত হয় শেখ হাসিনাসহ দলের কয়েক’শ নেতাকর্মী।
মন্তব্য করুন