কোরবানির ঈদকে সামনে রেখে সুস্থ ও অসুস্থ গরু সনাক্তের উপায়

১৫ জুলাই, ২০১৯ ০৮:৫৮ pm

 

বর্তমান প্রতিদিন ডেস্ক:

বর্তমান প্রতিদিনের সাথে আলাপকালে সুস্থ গরু সনাক্তের ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু বিশেষজ্ঞরা। তারা মূলত কয়েকটি বিষয় লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন।

 

১. রাসায়নিক বা ওষুধ দেয়া গরুর মাংসপেশি থেকে শুরু শরীরের অন্য অঙ্গগুলো অস্বাভাবিকভাবে ফুলে থাকে। শরীরে পানি জমায় বিভিন্ন অংশে চাপ দিলে সেখানে গর্ত হয়ে ডেবে যাবে, এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিছু সময় নেবে।

৩. অতিরিক্ত ওজনের কারণে এই সব গরু চলাফেরা বা স্বাভাবিক নাড়াচাড়া করতে বেশ কষ্ট হয়। শান্ত থাকে।

৪. রাসায়নিকযুক্ত গরু ভীষণ ক্লান্ত থাকবে এবং ঝিমাবে। সেখানে সুস্থ গরুর গতিবিধি চটপটে থাকে। পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া দেখায়। কান ও লেজ দিয়ে মশা ও মাছি তাড়াবে।সুস্থ গরুর নাকের উপরের অংশটা ভেজা বা বিন্দু বিন্দু ঘাম জমা থাকবে।

৫. রাসায়নিক বা ওষুধ খাওয়ানো গরুর শরীরের অঙ্গগুলো নষ্ট হতে শুরু করায় এগুলো শ্বাস প্রশ্বাস দ্রুত হয়। মনে হবে যেন গরুটি হাঁপাচ্ছে।

৬. অতিরিক্ত স্টেরয়েড দেয়া গরুর মুখ থেকে প্রতিনিয়ত লালা ঝরবে। কিছু খেতে চাইবে না। সুস্থ গরুর মুখের সামনে খাবার ধরলে সেটা টেনে খাবে। না হলে জাবর কাটবে।

৭. সুস্থ গরুর নাকের উপরের অংশটা ভেজা বা বিন্দু বিন্দু ঘাম জমা থাকবে। অন্যদিকে অসুস্থ গরুর নাক থাকবে শুকনা।

৮. সুস্থ গরুর শরীরের রঙ উজ্জ্বল থাকবে। গরুর পিঠের কুজ মোটা, টানটান ও দাগমুক্ত হবে।

৯. সুস্থ গরুর রানের মাংস শক্ত থাকবে। যেখানে রাসায়নিক দেয়া গরুর পা হবে নরম ও থলথলে।

১০. গরুর শরীরে হাত দিয়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি মনে হলে বুঝতে হবে গরুটি অসুস্থ।

 

কৃত্রিম উপায়ে মোটাতাজা করা গরুগুলো অনেক সময় কেনার পর কোরবানির অযোগ্য হয়ে পড়তে পারে। এক্ষেত্রে দেশি গরু কেনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।কেননা চাইলেও দেশ গরুরি বেশি মোটাতাজা করা সম্ভব না।

তছাড়া কোরবানির উপযুক্ত পশু যেমন হওয়া উচিৎ:

গরুর বয়স ন্যূনতম দুই বছর হলেই এটা কোরবানির জন্য উপযুক্ত হবে। এক্ষেত্রে গরুর দাঁত দেখে বয়স যাচাই করে নিতে হবে। গরুর নীচের পাটিতে যদি দুধ দাঁতের পাশাপাশি সামনে অন্তত দুটি কোদালের মতো স্থায়ী দাঁত থাকে তাহলে বুঝতে হবে গরুটি কোরবানির উপযুক্ত হয়েছে।

 

গরুটিকে সম্পূর্ণ সুস্থ হতে হবে। এজন্য শিং ভাঙ্গা লেজ কাটা কিংবা মুখ, জিহ্বা, শরীর, পা, ক্ষুর, গোড়ালিতে কোন ক্ষত আছে কিনা দেখে নিতে হবে।

 

গাভী কোরবানির দেয়া গেলেও তার আগে অবশ্যই নিশ্চিত হবে যে গাভীটি গর্ভবতী কিনা। গর্ভবতী গাভী কোন অবস্থাতেই কোরবানি দেয়া যাবেনা। সাধারণত গর্ভবতী গাভীর পেট ও ওলান স্ফীত থাকে।

কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে পশুর চামড়ার দাম নির্ধারণ

কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে পশুর চামড়ার দাম নির্ধারণ

বর্তমান প্রতিদিন ডেস্ক: কোরবানির ঈদকে সামনে রেখে পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে কোরবানির পশুর চামড়ার বিস্তারিত →

পাবনার বেড়ায় বজ্রপাতে ৪ জন নিহত

পাবনার বেড়ায় বজ্রপাতে ৪ জন নিহত

বর্তমান প্রতিদিন ডেস্ক: পাবনার বেড়ায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। আজ (১৪ জুন) বিকেল তিনটার এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের আগবাকশোয়া গ্রামের বিস্তারিত →

দারচিনি দূর করবে গ্যাস্ট্রিকের সমস্যা ও বমি ভাব

দারচিনি দূর করবে গ্যাস্ট্রিকের সমস্যা ও বমি ভাব

বর্তমান প্রতিদিন ডেস্ক: গা গুলানো বা বমি বমি ভাব হলেই প্রথমে আসে লেবু-পানির কথা। কিন্তু এই সমস্যার আরও ভাল একটি সমাধান রয়েছে। মাত্র একটু দারচিনিতেই বিস্তারিত →

জিনদের তৈরি দেওয়াল ও পিলার হযরত সুলায়মান (আঃ)-এর সমাধি

জিনদের তৈরি দেওয়াল ও পিলার হযরত সুলায়মান (আঃ)-এর সমাধি

  বর্তমান প্রতিদিন ডেস্ক: পবিত্র কোরআন শরিফের ২৭ নং সূরা আন-নামলের ১৭ নং আয়াতে বলা হয়েছে, ‘সুলায়মান (আ.)-এর জন্য মানুষ, জিন ও পাখিদের মধ্য থেকে বিস্তারিত →

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল

  জাহেদ হাসান, কক্সবাজার প্রতিনিধি:   জেলার গন্যমান্য ব্যক্তিবর্গদের সম্মানে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   শনিবার (১৮ মে) কক্সবাজার তারকামানের বিস্তারিত →

ভিডিও দেখতে ক্লিক করুন

সর্বশেষ খবর

Archives

SatSunMonTueWedThuFri
     12
17181920212223
24252627282930
31      
      1
       
    123
18192021222324
       
      1
16171819202122
30      
     12
       
    123
       
14151617181920
21222324252627
28293031   
       
      1
2345678
30      
     12
       
    123
25262728   
       
      1
2345678
9101112131415
3031     
      1
30      
   1234
567891011
       
Surfe.be - cheap advertising