নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লায় মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন উপলক্ষে গতকাল সোমবার বিকেলে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, কুমিল্লা স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শওকত ওসমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোহাম্মদ কবিরুল ইসলাম খান, জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
তৃতীয় পর্যায়ে সারাদেশে ৩২৯০৪ টি ঘরের মধ্যে কুমিল্লায় ১১৬৮ টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হবে। যার মধ্যে ৪৬৬ টি ঘর ঈদ উপহার হিসেবে আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।
কুমিল্লায় তৃতীয় পর্যায়ের ৭০২টি ঘর বর্তমানে নির্মানাধীন রয়েছে বলে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।
মন্তব্য করুন