কুমিল্লার মাঠে আবারও জয়ের নায়ক রবসন রোবিনহো

মেহেরাজ হোসেন শিমুল:
আবারও গোল করে নায়ক প্রমাণ করলেন রবসন রোবিনহো। আগের ম্যাচে জোড়া গোল করা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কাল ব্রাদার্স রক্ষণের সব প্রতিরোধ ভেঙে দারুণ এক জয় উপহার দিয়েছেন বসুন্ধরা কিংসকে। টানা তিন ম্যাচ জিতে চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন।
শনিবার (২৩ জানুয়ারী) বিকেলে কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ১ পয়েন্টের জন্য নেমেছিল টানা দুই ম্যাচে হারা ব্রাদার্স ইউনিয়ন। বসুন্ধরা কিংসের সঙ্গে শক্তিতে অনেক পিছিয়ে থাকা ব্রাদার্সের রক্ষণাত্মক কৌশলে খেলা স্বাভাবিক। গোলরক্ষক তিতুমীর চৌধুরী ফেরায় তিন কাঠির নিচে খানিকটা ভরসা ফিরেছে ব্রাদার্সের। এরপর তিন সেন্টার ব্যাকের সঙ্গে দুই ফুল ব্যাকের ডিফেন্স লাইনকে ছায়া দিতে বাকিরাও নিচে নেমে ঠেকিয়েছেন আক্রমণ। ১০ জনে মিলে প্রতিরোধ গড়েছেন। চেষ্টা করেছেন কিংসের লাতিন ফরোয়ার্ড লাইনে ছন্দঃপতন ঘটাতে।
এই কৌশলে ৬৩ মিনিট পর্যন্ত সফল গোপীবাগের দলটি, চ্যাম্পিয়নদের গোলবঞ্চিত রেখে মানসিক চাপ বাড়িয়েছিল বৈকি। কিন্তু পরের মিনিটে সব প্রতিরোধ ভেঙে রবসন রোবিনহোর লক্ষ্যভেদে সব চাপ পেছনে ফেলে বসুন্ধরা কিংস সামনে এগোয় এবং ৯০ মিনিট শেষে যথারীতি জয়ের বন্দরে নোঙর ফেলে। ব্রাজিলের ফ্লুমিনেন্স থেকে আসা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পুলিশের বিপক্ষে আগের ম্যাচ জিতিয়েছিলেন জোড়া গোল করে। কাল শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আরেক গোলে দলকে বিজয়ের আনন্দে ভাসিয়ে নিজেকে তুলে নিয়েছেন সর্বোচ্চ গোলদাতার আসনে। ড্যানিয়েল কলিনদ্রেসকে ভুলিয়ে নিজের আসনখানি পোক্ত করারই মিশনে যেন রোবিনহো!
কিংসে দুই মৌসুম কাটিয়ে কলিনদ্রেস ফিরে গেলেও ঢাকার ফুটবলানুরাগীদের স্মৃতিতে এখনো তিনি তরতাজা। কোস্টারিকান বিশ্বকাপারের দুই পায়ের ম্যাজিক, নিখুঁত ক্রসগুলো অত সহজে ভোলার নয়। গোল করার চেয়ে করানোটাই তিনি বেশি উপভোগ করতেন। তাঁকে বিদায় দিয়ে চ্যাম্পিয়নরা আনে ব্রাজিলের রবসন রোবিনহোকে, যিনি গোল করা এবং করানোর কাজও ভালো করেন। ফেডারেশন কাপে এক দফা দেখিয়েছেন, এরপর প্রিমিয়ার লিগ শুরু হতেই গোলের পসরা খুলে বসেছেন এই ব্রাজিলিয়ান। সেন্টার ফরোয়ার্ড পজিশনে আর্জেন্টাইন রাউল বেতেরা খেললেও তিন ম্যাচের দুটিই জিতিয়েছেন রোবিনহো।
কুমিল্লার নতুন ভেন্যুতে ব্রাদার্সের বিপক্ষে ম্যাচটি মোটেও সহজ ছিল না। বিশেষ করে প্রতিপক্ষ ১০ জন মিলে রক্ষণ সামলানোর কাজ করলে যেকোনো ফরোয়ার্ডের জন্য বল জালে পাঠানো কঠিন। এর পরও ২০ মিনিটের মধ্যেই ম্যাচের ভাগ্য গড়তে পারত বসুন্ধরা কিংস। ১৬ মিনিটে বক্সে ঢুকে রোবিনহো দুজনকে ফাঁকি দিয়ে জায়গা করে নিয়ে বাঁ পায়ে শট নিলেও গোলরক্ষক তিতুমীর দুর্দান্ত সেভ করেন। মিনিট চারেক বাদে দুই ব্রাজিলিয়ান রোবিনহো-ফার্নান্দেজের কম্বিনেশনে জাগে নতুন সম্ভাবনা। জোনাথন ফার্নান্দেজের স্কয়ার করে বাড়ানো বলে রাউলের টোকা লাগলেই বল পৌঁছে যায় জালে, কিন্তু আর্জেন্টাইনের ব্যাক হিলটি বলেই লাগেনি। এরপর সময় এগোনোর সঙ্গে সঙ্গে ব্রাদার্স রক্ষণের আত্মবিশ্বাসও যেন বাড়তে থাকে। লিগে প্রথমবারের মতো বিরতির আগে গোল বের করতে না পেরে কিংস শিবির খানিকটা চাপে।
দ্বিতীয়ার্ধে বদলি ইব্রাহিম নামতেই বাঁ দিকের উইংয়ে যোগ হয় বাড়তি গতি। ৬৪ মিনিটে তাঁর বাড়ানো এক কাট-ব্যাকে গোলের সূত্রপাত, এরপর রোবিনহো ডান পায়ের শটে সব প্রতিরোধ উড়িয়ে বল জড়িয়ে দেন জালে। ওই একবার শুধু রক্ষণভাগ অমনোযোগী হয়ে আনমার্কড রেখেছিল এই ব্রাজিলিয়ানকে, তারই চড়া মাসুল দিতে হয়েছে। আসলে মানসম্পন্ন ফুটবলারের বিপক্ষে রক্ষণ সামলে ম্যাচ বাঁচানো কঠিন। মুহূর্তের ভুলেই সব এলেমেলো হয়ে যায়। লিডের পর আরো কয়েকবার হানা দিলেও তারা ব্যবধান বড় করতে পারেনি। জোনাথন ও ইব্রাহিমের শট ঠেকিয়ে তিতুমীর স্কোরলাইনটা ভদ্রস্থ চেহারায় রেখেছেন।

কুমিল্লায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৪১৫
মাহফুজ আনোয়ার সৌরভ: কুমিল্লায় জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৮ দিনে এক টনের উপর গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এই সময়ে মাদকের সাথে জড়িত বিস্তারিত →

মুরাদনগরে কুড়াখাল উচ্চবিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন
মোঃ রাসেল মিয়া, মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার বিস্তারিত →

নন্দীগ্রামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। রাত ১২টা ১মিনিটে নন্দীগ্রাম পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, বিস্তারিত →

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী পরিবারের বিনম্র শ্রদ্ধা
নিজস্ব প্রতিনিধি: ২১ শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাঁদপুর শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত →

নানা আয়োজনে কুবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মাহমুদুল হাসান, কুবি প্রতিনিধি: যথাযথ মর্যাদায় এবং নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত →