করোনা ভাইরাসের টিকা নিলেন স্পিকার শিরীন শারমিন

বর্তমান প্রতিদিন ডেস্ক:
জাতীয় সংসদ ভবনস্থ মেডিক্যাল সেন্টারে করোনা ভাইরাসের টিকা (ভ্যাকসিন) গ্রহণ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। তিনি গণ-টিকাদান কর্মসূচির অংশ হিসেবে উক্ত টিকা গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মেডিক্যাল সেন্টারের চিকিৎসকগণ।
রবিবার (১৪ ফেব্রুয়ারী) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সকলকে এই টিকা গ্রহণের আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সকলের এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি।’
এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে সারা দেশে এই কর্মসূচি চলছে।